June 24, 2025, 1:11 am

সংবাদ শিরোনাম
সুনামগঞ্জে সেনাবাহিনী-অস্ত্রধারীদের গোলাগুলি, ৪ জন আটক যশোরে মাদক মামলায় বেনাপোলের দু’জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ঢাকার কামরাঙ্গীচর যেন অনিয়মের দূর্গ সিরাজগঞ্জে কাব স্কাউটদের কাব কার্ণিভাল অনুষ্ঠিত বেনাপোল কাষ্টমস হাউজে ফের কলমবিরতি চলছে গাইবান্ধার সাদুল্লাপুরে প্রতিবেশীর ঝুঁকিপূর্ণ পুরনো ৬টি গাছের নিচে মৃত্যু ঝুঁকিতে সাংবাদিক পরিবারের বসবাস, আতঙ্কে ব্যবসায়ীরা! ইউএনও’র তদন্ত ‘দায়সারা’ ভারতীয় পন্যসহ ৩ জনকে আটক করেছে শেরপুর ফাঁড়ি পুলিশ ভারতে যাওয়ার পথে বেনাপোলে আটক “তারাগঞ্জ উপজেলা চেয়ারম্যান” আনিছুর রহমান গৌরনদীতে ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজে পারাপার এলাকাবাসী ও বিদ্যালয়মুখী মানুষের চরম দুর্ভোগ বামনায় নবগঠিত গভনিং বডির অভিষেক অনুষ্ঠান

জামালপুরের সরিষাবাড়িতে ২ পক্ষের সংঘর্ষ বাড়িঘরে অগ্নিসংযোগ ৪ জন গুলিবিদ্ধসহ আহত ১৫

শামীম আলম জামালপুর প্রতিনিধিঃ
পূর্ব বিরোধকে কেন্দ্র করে জামালপুরের সরিষাবড়িতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০ রাউন্ড গুলিবর্ষণ করে পুলিশ। এঘটনায় ৪ জন গুলিবিদ্ধসহ উপভপক্ষের অন্তত ১৫ জন আহত হয়। শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার পিংনা ইউনিয়নের নরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা নদী থেকে বালু উত্তোলন নিয়ে উপজেলার নরপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের সঙ্গে একই গ্রামের নুরুল ইসলামে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে ৬ মাস আগে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে নুরুল ইসলামের পক্ষের জাহিদ হোসেন নামে ১ জন ছুরিকাঘাতে নিহত হন। এ হত্যা মামলার আসামীরা এক সপ্তাহ আগে জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফিরে আসে। শুক্রবার সকালে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের সমর্থকরা পাল্টা পাল্টি ১০টি বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। এতে ১০টি বসত বাড়িঘর পুড়ে ছাই হয়ে যায়। উভয় পক্ষের মধ্যে ঘন্টাব্যাপী দফায় দফায় ধাওয়া পাল্টাধাওয়া, সংঘর্ষ চলতে থাকলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক লাঠিচার্জ করে। এতে নুরুল ইসলামের সমর্থকরা ক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর পাল্টা হামলা চালায়। এ সময় পুলিশ ১০ রাউন্ড ছররা গুলি ছুড়ে। এসময় ৪ জন গুলিবিদ্ধ হন। এরা হলেন- নুরুল ইসলাম, জনি মিয়া, আকতার হোসেন ও কাওসার। এ ছাড়া সংঘর্ষে ইউসুফ, মোস্তফা, সাদ্দামসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে ইউসুফের অবস্থা আশংকা হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজেদুর রহমান বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০ রাউন্ড শর্টগানের গুলি ছোড়া হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৮ ডিসেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর