পেকুয়া প্রতিনিধিঃ
পেকুয়ায় বোরকা বাহিনীর প্রধান গিয়াস উদ্দিন (৩৫) প্রকাশ খোকন অস্ত্রসহ আটক হয়েছে। সন্ধ্যায় টইটং সীমান্ত ব্রীজ সংলগ্ন এলাকা থেকে পেকুয়া থানা পুলিশ তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরী একটি এল জি একনলা বন্ধুক ও দু’রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। খোকন টইটং ইউনিয়নের খুইন্যাভিটা এলাকার মৃত,বাদশাহর ছেলে। পেকুয়া থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন ভুঁইয়া জানান আসন্ন নির্বাচন উপলক্ষে নিয়মিত টহলদানের সময় সি এন জি’কে চেক করার সময় পুলিশের উপস্থিতে আঁচ করতে পেরে পালিয়ে যাবার সময় স্থানীয় জনতার সহযোগিতায় তাকে আটক করা হয়। টইটং ইউপি’র চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌং জানান গতকাল সন্ধ্যা ছয়টার দিকে পুলিশ খোকনকে অস্ত্রসহ আটক করে। খোকন একজন দুধর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ডাকাতি, হত্যা, অপহরন, ধর্ষন, ছিনতাই ও অস্ত্র আইনে একডজন মামলা রয়েছে বলে পেকুয়া থানা নিশ্চিত করেন। গিয়াস উদ্দিন খোকন টইটং বোরকা বাহিনীর প্রধান। আসন্ন সংসদ নির্বাচনকে বানচাল করতে তার নেতৃত্বে পাহাড়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা জড়ো হয়েছে বলে নির্ভরযোগ্য সুত্রে জানা যায়। পেকুয়া থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন ভুঁইয়া আরো জানান টইটং সীমান্ত এলাকাসহ গহীণ পাহাড়ে বি এন পি-জামায়াতের অস্ত্রধারী সন্ত্রাসীরা অবস্থানকে করছে এমন গোগন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে খোকনকে অস্ত্রসহ আটক করে। অবশেষে পুলিশের জালে খোকন ধরা পড়ায় এলাকায় স্বস্থি ফিরে এসে বলে জানান স্থানীয় এলাকাবাসীরা।
প্রাইভেট ডিটেকটিভ/২৮ ডিসেম্বর ২০১৮/ইকবাল