মোঃ আলমগীর হোসেন রাজশাহী প্রতিনিধি (২)
রাজশাহী –১ তানোর গোদাগাড়ী আসনে ভোটের আমেজ চলছে ভোট জরিপেএগিয়ে আছেন আলহাজ ওমর ফারুক চৌধুরী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ ওমর ফারুক চৌধুরীকে নৌকা প্রতিকে ভোট দিয়ে এলাকার উন্নয়ন অব্যাহত রাখার লক্ষে ভোটারদের দ্বারে দিন রাত কাজ করেচলেছেননেতা কর্মিরা, তানোর কামারগাঁ দমদমা এলাকায় দেখাযায় ডাঃ বেলি বেগম, সভানেত্রী যুব মহিলা লীগ তানোরউপজেলা, তিনি নিজে মোঃ ওহিদুর রহমান শিমুল ওয়াড সভাপতি আওয়ামী লীগ, শ্রীঃ সবুজ, শ্রীঃ মানিক শর্মা, শ্রীঃ বিজয়, শ্রীঃ প্রসনজিৎ, মোঃ সাইদর, মোঃ খাইবর, শ্রীঃ রমেন মাস্টার সহ প্রায় ৮০ (আশি) জন কে সঙ্গে নিয়ে গ্রামে গ্রামে ঘুরে ভোট করছেন, তিনি বলেন যে, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা যেবভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাতে আমরাভোটে অবশ্যই ভাল ফল পাব, আলহাজ ওমর ফারুক চৌধুরী বলেন আমাকে এমপি বানালে এলাকার সমস্থ রাস্থা পাকাকরেদিব, এলাকার ব্যাপক উন্নয়ন করতে পারব, মোসাঃ ছোনিয়া সরদ্দার সভানেত্রী মহিলা লীগ তানোর উপজেলা বলেনআমার আত্ন বিশ্বাস জয় আমাদের নিশ্চিত, এদিকে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিষ্টার আমিনুল হকের নেতা কর্মিদেরভোটের মাঠে খুবই কম দেখা যাচ্ছে ।
প্রাইভেট ডিটেকটিভ/২৮ ডিসেম্বর ২০১৮/ইকবাল