-
- রাজনীতি, সারাদেশে
- মৌলভীবাজারে বিএনপি প্রার্থীর শেষ মুহুর্তের প্রচারণা
- আপডেট সময় December, 28, 2018, 5:53 pm
- 270 বার পড়া হয়েছে
মোঃ ফাহাদ আহমদ, হাইওয়ে শেরপুর (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজার -৩ আসনের বিএনপির দলীয় ও ঐক্যফ্রন্টের মনোনিত প্রার্থী সাবেক

সাংসদ এম ,নাসের রহমান শেষ মুহুর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ৷
সরেজমিনে দেখা যায় ,আজ সারাদিন দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী এলাকার বিভিন্ন ভোটারদের সাথে গনসংযোগ ও পথ সভায় ব্যস্ত আছেন ৷ বিকাল ৪ টার দিকে মৌলভীবাজারের শেরপুর বাজার ,শেরপুর আবাসিক এলাকা ,সরকার বাজার সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নিতে দেখা যায় ৷ তিনি এ সময় প্রশাসন কর্তৃক দলীয় নেতাকর্মীদের হয়রানীর অভিযোগ করেন এবং গণতন্ত্রের মুক্তির জন্য ধানের শীষ প্রতীকে ভোট চান ৷ গনসংযোগ তার সাথে আরো ছিলেন জেলা বিএনপির সহঃসভাপতি আব্দুল মুকিত,সাংগঠনিক সম্পাদক মতিন বক্স, থানা বিএনপির সভাপতি হেলু মিয়া, সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, জেলা স্বেচ্ছাসেবক দলের সহঃসভাপতি আমিরুল ইসলাম শাহেদ , জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, সাধারণ সম্পাদক সোহানুর রহমান সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ৷
প্রাইভেট ডিটেকটিভ/২৮ ডিসেম্বর ২০১৮/ইকবাল
এ জাতীয় আরো খবর