ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলের যোগাযোগমন্ত্রী আয়ুব কারা তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ ও তাদের হত্যা নিষিদ্ধ করে ফতোয়া দেওয়ায় আমরা উলামাপ্রধান সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আবদুল আজিজ আল শেখকে অভিনন্দন জানাচ্ছি। এক টেলিভিশন অনুষ্ঠানে জাতিগত মুক্তি আন্দোলনের সংগঠন হামাসকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে তাদের ইসরায়েলবিরোধিতাকে ‘ভুল’ পদক্ষেপ আখ্যা দেন সৌদি গ্র্যান্ড মুফতি। প্রতিক্রিয়ায় ইসরায়েলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি তেল আবিব সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। রাষ্ট্রীয় তুর্কি বার্তা সংস্থা আনাদালু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের গ্র্যান্ড মুফতিকে ইসরায়েল সফরের আমন্ত্রণ জানিয়ে তাকে সর্বোচ্চ সম্মান জানানো হবে বলে জানিয়েছেন দেশটির যোগাযোগমন্ত্রী। ডেইলি সাবাহসহ আরবভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যদ জানায়, এক টেলিভিশন অনুষ্ঠানে জেরুজালেমের আল-আকসা মসজিদকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল গ্র্যান্ড মুফতি আবদুল আজিজ আল-শেখকে। প্রশ্নের জবাবে তিনি হামাসকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের ইসরায়েল বিরোধিতাকে ভুল পদক্ষেপ আখ্যা দেন। ১৪ জুলাই (শুক্রবার) জেরুজালেমের আল-আকসা মসজিদের কাছাকাছি বন্দুকধারীদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় মসজিদ প্রাঙ্গণটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এদিন ইসরায়েলি পুলিশের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়। ইসরায়েলি পুলিশের দাবি, ফিলিস্তিনি বন্দুকধারীরাই প্রথম তাদের ওপর গুলি চালায়। পরে তারা পাল্টা পদক্ষেপ নিয়ে তিন বন্দুকধারীকে হত্যা করেছেন। বন্দুকধারীদের গুলিতে আহত তিন ইসরায়েলি পুলিশের দুইজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের দখল নেয় ইসরায়েল। পরে ১৯৮০ সালে ওই অঞ্চলকে সার্বভৌম দেশ হিসেবে ঘোষণা করে তারা।