জুলফিকার আমীন সোহেল,মঠবাড়িয়া প্রতিনিধি :
প্রচারণা শেষ, আর মাত্র ১দিন পরেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এ নির্বাচনে পিরোজপুরের-৩ (মঠবাড়িয়া) আসনে মহাজোট প্রার্থী ডা. রুস্তম আলী ফরাজীর (লাঙ্গল) প্রতীকে ভোটবিপ্লব ঘটাতে চান। ইতোমধ্যে সকল পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হয়েছেন স্থানীয় নীতি নির্ধারকরা। বিএনপির প্রায় হাজার খানেক নেতা-কর্মি আ‘লীগে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছেন। যে কারনে ভোটবিপ্লব ঘটাতে বেগ পেতে হবেনা মহাজোট প্রার্থীর।শুরুতেই ত্রি-মূখী লড়াইয়ের সম্ভাবনা থাকলেও শেষ দিকে মহাজোট প্রার্থীর ভোট বিপ্লব ঘটবে এমনটাই এখন দৃশ্যমান বলে মনে করেন সকলে। নির্বাচনে প্রতিদ্বন্ধী প্রার্থী ৭ জন হলেও ৩ জনের প্রচারণা ছিলো শীর্ষে। তারা হলেন-মহাজোট প্রার্থী ডা. রুস্তম আলী ফরাজী (লাঙ্গল), বিদ্রোহী প্রার্থী জেলা আ‘লীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমান (আপেল) ও ঐক্যফ্রন্ট মনোনীত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন দুলাল (ধানের শীষ)।এদিকে গত ২০ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় আ‘লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখে কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিমের উপস্থিতিতে প্রার্থীতা প্রত্যাহার করেন বিদ্রোহী প্রার্থী আশরাফুর রহমান। ২৬ ডিসেম্বর বুধবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে তিনি (আশরাফুর রহমান) এবং তার অনুসারীরা মহাজোট প্রার্থী ডা. রুস্তম আলী ফরাজীর (লাঙ্গল) প্রতীক বিজয়ী করতে কাজ শুরু করেছেন। সকলের সমন্বয় বৃহস্পতিবার বিকেলে মঠবাড়িয়া পৌর শহরে আনন্দ মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনার মিলনায়তনে পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলে ১০ সহ¯্রাধীক নেতা-কর্মি অংশ নেন।
উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়নের বার্তা আমরা ডোর টু ডোর পৌছাতে সক্ষম হয়েছি। ইনশাআল্লাহ এ আসন থেকে মহাজোট প্রার্থীর বিজয় সুনিশ্চিত।উপজেলা আ‘লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মো. রফিউদ্দিন আহমেদ ফেরদৌস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ আমরা যথাযথ ভাবে পালন করেছি। সারা দেশে তার ব্যপক উন্নয়ন মানুষকে বেঝাতে পেরেছি। প্রতিটি পথসভায় জনসমুদ্রে রূপান্তিত হয়েছে তাছাড়া বিদ্রোহী প্রার্থী তার ভুল বুঝতে পেরে মূল ধারায় ফিরে এসেছে। এখন আর কোন সমস্যা নেই। মহাজোট প্রার্থীর লাঙ্গল মার্কার বিজয় সুনিশ্চিত।মহাজোট প্রার্থী ও জাতীয় পার্টির (এরশাদ) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডা. রুস্তম আলী ফরাজী বলেন, সকল শ্রেণীপেশার মানুষ একত্রিত হয়েছে। বিএনপি-জামাতের চক্রান্ত সাধারণ মানুষ বুঝে গেছে। সারা দেশের মানুষ আর কখনোই তাদের চায় না। ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী মো. রুহুল আমিন দুলাল (ধানের শীষ)‘র বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কঠিন সমালোচনা করে তিনি আরো বলেন, তিনি (দুলাল) নাম মাত্র কয়েকটি ভোট পাবেন। মঠবাড়িয়ার বিভিন্ন ক্ষেত্রে ব্যপক উন্নয়ন হয়েছে তাই মঠবাড়িয়ার শান্তিপ্রিয় মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যহত রাখতে বৃহৎ জোট বেঁধেছে। যার প্রমান প্রতিটি উঠান-বৈঠক ও পথসভায় দৃশ্যমান হয়েছে। ইনশাআল্লাহ ৩০ তারিখ ভোটবিপ্লবের মাধ্যমে লক্ষাধীক ভোট বেশী পেয়ে আমি বিজয়ী হব।
প্রাইভেট ডিটেকটিভ/২৮ ডিসেম্বর ২০১৮/ইকবাল