নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে। শেষ মুহূর্তে হবিগঞ্জ-২ আসনের সর্বত্র দেখা দিয়েছে

নৌকার উন্মাদনা। গতকাল সকাল থেকে রাত পর্যন্ত মিটিং এবং মিছিলে মুখরিত ছিল এমপি আব্দুল মজিদ খানের প্রচার প্রচারণায়। তিনি নিজে একের পর এক সভায় বক্তৃতা করেন। হাটে-বাজারে গণসংযোগ করেন। ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে নৌকার প্রচারে ছিল ব্যস্ত। সবচেয়ে বড় চমক ছিল উমরপুর ও মুরাদপুর, মার্কুলী বাজারের জনগরেন বিশাল নৌকার মিছিল। নির্বাচনী প্রচারণা, গণসংযোগ এবং বিভিন্ন সভায় এমপি আব্দুল মজিদ বলেন, হবিগঞ্জ-২ আসনকে উন্নয়নের অনন্য উচ্চতায় পৌঁছে দিতে চাই। চিকিৎসা, শিক্ষা, কৃষি, শিল্প, বিনোদন, সংস্কৃতি, ক্রীড়াসহ সকল ক্ষেত্রেই বৈপ্লবিক পরিবর্তন আনতে চাই। নারীর ক্ষমতায়নে আমার থাকবে বিশেষ পরিকল্পনা। অতীতের ন্যায় ধর্মীয় প্রতিষ্ঠান এবং কবরস্থান, শ্মশানসহ সকল ক্ষেত্রেই উন্নয়নমূলক প্রকল্প অতীতের চেয়ে আরো বেশি গ্রহণ করা হবে।