পার্বত্য চট্টগ্রামের তিনটি আসনে এবার ৩৪টি কেন্দ্র পড়েছে দুর্গম এলাকায়। যেখানে

যাতায়াত অনেক কঠিন। তাই এসব কেন্দ্রে হেলিকপ্টারে ভোটের সরঞ্জাম ও নির্বাচনি কর্মকর্তাদের পাঠাচ্ছে প্রশাসন। একইসাথে এবার ভোটের দিনই এসব কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ কক্ষে ফলাফল পাঠানোর ব্যবস্থা থাকবে বলে জানান রিটার্নিং কর্মকর্তারা।সদর এলাকা বাদ দিলে তিন পার্বত্য আসনের অনেক গ্রামের যোগাযোগ ব্যবস্থা একেবারেই নাজুক। ফলে, নির্বাচনের সময় ভোটের সরঞ্জাম পাঠানো কঠিন হয়ে দাড়ায় এসব এলাকার কেন্দ্রগুলোতে।খাগড়াছড়ি আসনে এবার এমন কেন্দ্র আছে তিনটি। আর বান্দরবানে গত নির্বাচনে ১৪টি থাকলেও এবার কমেছে একটি। এসব কেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হয়েছে নির্বাচনি সরঞ্জাম। যোগাযোগ ব্যবস্থা দুর্গম-এমন ভোটকেন্দ্র বেশি রাঙ্গামাটিতে। সেখানে ১৮টি কেন্দ্রে নির্বাচনি সরঞ্জামাদি পাঠিয়েছে প্রশাসন।তবে শুধু ভোটের সময় এমন ব্যয়বহুল উদ্যোগ না নিয়ে আগেভাগে এলাকাগুলোর যোগাযোগ ব্যবস্থা উন্নত করা গেলে, প্রতিবছর আর ভোগান্তি থাকবেনা বলে মনে করেন এই বিশ্লেষক।এদিকে, এবার ভোটের দিনই দুর্গম কেন্দ্রগুলো থেকে সদর নিয়ন্ত্রণকক্ষে ফলাফল পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান কর্মকর্তারা। এবার তিন পার্বত্য জেলায় মোট ভোট কেন্দ্র ৫শ’ ৬৬।