নির্বাচনী প্রচারণায় বাঁধা, হামলা ভাংচুরের অভিযোগে সংবাদ সম্মলেন করেছে জামালপুর- ৩ আসনের বিএনপি দলীয় প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল।
আজ সকালে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল তার নিজ বাসবভনে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন প্রতীক বরাদ্দের পর থেকেই আওয়ামী লীগ প্রার্থীর কর্মী-সমর্থকরা বিএনপির নির্বাচনী বাধা, হামলা, ভাংচুর করছে। এছাড়াও মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানীর অভিযোগ করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। প্রচারণার শেষে ভোট গ্রহণের পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখার জন্য প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহবান জানান তিনি। এ সময় বিএনপি নেতা নূরুল আলম সিদ্দীকি, আজম খান ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রাইভেট ডিটেকটিভ/২৮ ডিসেম্বর ২০১৮/ইকবাল