ঐক্যফ্রন্টের ড্রাইভার খালেদা-তারেক, কামালের হাতে খেলনা স্টিয়ারিং: ইনু
ডিটেকটিভ নিউজ ডেস্ক
জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে সামনে ড. কামাল হোসেনকে দেখা গেলেও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আসলে বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্টের ড্রাইভার খালেদা জিয়া, তারেক জিয়া ও জামায়াত। তারা অদল-বদল করে রাজনীতির গাড়ি চালাচ্ছে। আর ড. কামাল হোসেন খেলনা স্টিয়ারিং হাতে জানালার পাশে বসে আছেন। গতকাল বৃহস্পতিবার কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্ট নির্বাচনকে বিতর্কিত করার জন্য এ প্রক্রিয়াকে ‘কাল্পনিক জাল দিয়ে ঢাকার চেষ্টা করছে’ বলেও অভিযোগ তোলেন মহাজোটের শরিক জাসদের এ নেতা। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নির্বাচন ভন্ডুল, বর্জন ও বানচালের চক্রান্ত মোকাবেলা করতে শেষ দিন পর্যন্ত দেশবাসীকে সর্তক থাকার আহ্বান জানান। প্রচারণার সময় মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ মহাজোটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এদিকে, ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়নের ক্ষেমিরদিয়াড় সমিতির মোড়ে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ইনু বলেন, একটি ভোটই বদলে দিতে পারে ভেড়ামারা মিরপুর উপজেলার চিত্র। একটি ভোট দিয়ে বিদ্যুৎ, কাঁদামুক্ত সড়ক এবং সন্ত্রাসমুক্ত শান্তির শহর ভেড়ামারা মিরপুর ক্রয় করে নিন। আগামি ৫ বছরের জন্য ৩টি সেবা আমি নিশ্চিত করতে চাই। এজন্য কোন টাকার প্রয়োজন নেই। প্রয়োজন শুধু একটি ভোটের। নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে আবারো নির্বাচিত করে এই তিনটি সুবিধা বুঝে নেন। আমি ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েই প্রধান ৩টি সমস্যাকে শনাক্ত করেছিলাম। এ সমস্যা গুলো মোকাবিলা করাই ছিল আমার জন্য বড় চ্যালেঞ্জ। সংসদে জনগনের পক্ষে কথা বলে বাজেট বেশী করে নিয়ে এসে দ্রুত ৩টি সমস্যারই সমাধান করেছি। উন্নয়ন নিশ্চিত করেছি। ১০ বছর এ এলাকার মানুষের পাশে ছিলাম। মানুষ এখন শান্তিতে ঘুমাতে পারে। বিদ্যুতের আলো জ¦লে প্রতিটি ঘরে। এমন ভাবেই উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে আবারো তাকে নির্বাচিত করার জন্য নৌকা প্রতীকে ভোট চাইলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, জাসদ সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ সরকারের সফল তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় তিনি বলেছেন, উন্নয়ন এবং শান্তি বজায় রাখতে হলে নৌকা প্রতীকের বিকল্প নেই। মোকারিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাসুদুজ্জামান মাসুদের সার্বিক নেতৃত্বে ও তত্বাবধায়নে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ আবদুল আলীম স্বপন, জাতীয় পার্টি উপজেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা সুজাউদ্দীন সুজা, জাতীয় পাটি নেতা লালশান সহ আওয়ামীলীগ, জাতীয়পার্টি ও জাসদ নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এ দিকে তথ্য অনুসন্ধান করে জানা গেছে, ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নে এখন গনজোয়ার সৃষ্টি হয়েছে। জাসদ নেতাকর্মীদের সাথে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামীলীগ, জাতীয় পাটি সহ মহাজোটের অন্যন্য শরীক দল। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগটনিক সম্পাদক আবদুল আলীম স্বপনের ধারাবাহিক গনসংযোগ, পথসভা, এবং উঠান বৈঠক এবং নিরলস পরিশ্রমে মোকারিমপুর ইউনিয়নে নৌকার পক্ষে ব্যাপক গনজোয়ারের সৃষ্টি হয়েছে। অনান্য ইউনিয়নের মতোই এ ইউনিয়নেও নৌকা প্রতীকের ভোট বিপ্লব হবে বলে মনে করেন সাধারন ভোটাররা।