পশ্চিম তীরে আরও ২২ শ অবৈধ বসতি স্থাপন করছে ইসরায়েল
ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের পশ্চিম তীরে আরও ২২ শ অবৈধ বসতি স্থাপন করতে যাচ্ছে ইসরায়েল। এরইমধ্যে এ-সংক্রান্ত পরিকল্পনায় অনুমোদন দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এনজিও এবং ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন কার্যক্রম পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা ‘পিস নাউ’। সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, গত মঙ্গলবার ও গত বুধবার নতুন এ পরিকল্পনায় অনুমোদন দেয় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়ক কমিটি। চলতি সপ্তাহে নতুন করে ২১৯১টি বসতি স্থাপনের প্রক্রিয়া এগুতে পারে বলে জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।
এদিকে অবরুদ্ধ পশ্চিম তীরের রামাল্লাহ শহরে ফিলিস্তিনের স্পিকার আজিজ দায়োইককে প্রবেশে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। স্পিকার বলেন, ‘বেথেলহেমে আমাকে কিছুক্ষণের জন্য আটকে রেখেছিলো ইসরায়েলি বাহিনী। তারা আমাকে রামাল্লায় প্রবেশ করতে দেয়নি।’
তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, রামাল্লায় পার্লামেন্ট সদর দফতরের সামনে সংবাদ সম্মেলনে করার কথা ছিল স্পিকারের। দেশটির সাংবিধানিক আদালতের রায়ে পার্লামেন্ট বিলুপ্ত করা ও ছয় মাসের মধ্যে নির্বাচনের রায় নিয়ে বক্তব্য দেওয়ার কথা ছিল তার।