শামীম আলম জামালপুর প্রতিনিধিঃ
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসব মূখর পরিবেশের মধ্যদিয়ে জামালপুরে একাদশ
জাতীয় সংসদ নির্বাচনে শেষ মূহুর্তের প্রচার প্রচারণা চলছে।গতকাল নৌকা মার্কায় ভোট চেয়ে জেলার ইসলামপুর উপজেলার চরগোয়ালীনি ও চরপুটিমারি ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনভর মিছিলসহ গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে উপজেলা মহিলা আওয়ামী লীগ, যুবলীগ ও যুব মহিলা লীগ। অপরদিকে সন্ধ্যায় পৌর এলাকার বোয়লমারি দাখিল মাদ্রাসা মাঠে পথসভা করেছেন জামালপুর-২ (ইসলামপুর) সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরিদুল হক খান দুলাল এমপি। এসময় নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অংঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
প্রাইভেট ডিটেকটিভ/২৭ ডিসেম্বর ২০১৮/ইকবাল