পেকুয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের পেকুয়ায় ছাত্রলীগের সাবেক যুগ্ন -আহবায়ক সাবেক সাংগঠনিক সম্পাদক নেওয়াজ শরীফকে বিএনপি-জামাত নেতাকর্মীদের সাথে মামলার আসামী করার অভিযোগ উঠেছে। তিনি উপজেলার উজানটিয়া ইউনিয়নের মালেখ পাড়া এলাকার আবুল হাশেমের পুত্র। গত ২৫ ডিসেম্বর উপজেলা ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুর রহমান জয় বাদি হয়ে পেকুয়া থানায় মামলা দায়ের করেন।ভোটের আগে পরিক্ষিত ছাত্রলীগ নেতাকে বিএনপি-জামাতের সাথে মামলার আসামী করে হয়রানি করায় তৃণমূল আওয়ামীলীগের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।এবিষয়ে সাবেক ছাত্রলীগ নেতা নেওয়াজ শরীফ বলেন, ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। এ পর্যায়ে আমি সালাউদ্দিন মাহমুদের আহবায়ক কমিটিতে যুগ্ন-আহবায়ক, সালাউদ্দিন মাহমুদ-আমিরুল খোরশেদের পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করি। সেই সময় ছাত্রলীগকে সুসংগঠিত করতে তাদের সাথে তৃণমূলে ছুটে চলেছি। বর্তমানে চট্টগ্রামে লেখাপড়ায় অবস্থায় থাকায় গ্রামে যেতে না পারলেও চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থেকে মুজিব অাদর্শ ধরে রেখেছি। কিন্তু পারিবারিক জমির বিরোধ নিয়ে ইউপি চেয়ারম্যানের ভাইপু অাবদু রহমান জয় অামাকে মামলার অাসামী করেছে। যার কারণে অামি চরম মর্মাহত হয়েছি। জেলা ছাত্রলীগ, পেকুয়া উপজেলা অা’লীগ, উজানটিয়া অা’লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের কাছে অাকুল অাবেদন জানাচ্ছি অামার প্রতি ন্যায় বিচার করা হউক। এবিষয়ে অামি চকরিয়া-পেকুয়ার নৌকার মাঝি তৃণমূলের জনপ্রিয় নেতা জাফর অালমসহ স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।এবিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সালাউদ্দিন মাহমুদ বলেন, নেওয়াজ শরীফ পরিক্ষিত ছাত্রলীগ নেতা হিসাবে পরিচিত। সেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থেকে চকরিয়া-পেকুয়ায় জাফর অালমের নৌকার পক্ষে কাজ করে যাচ্ছি। এরই মাঝে পূর্ব শত্রুতার জের ধরে তাকে অাসামী করে নৌকার গণজোয়ারকে ঠেকাতে চাই একটি চক্র। নৌকার মাঝি জাফর অালম তৃণমূলের জনপ্রিয় নেতা। নেতার প্রতি অনুরোধ তৃণমূল ছাত্রলীগের নেতা নেওয়াজ শরীফের বিরুদ্ধে যারা চক্রান্ত করে মামলার অাসামী করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হউক।এবিষয়ে জানতে চাইলে উজানটিয়া ইউনিয়ন অা’লীগের সভাপতি তোফাজ্জল করিম বলেন, বিএনপি-জামাতের নেতাকর্মীরা ছাত্রলীগ নেতাদের উপর হামলা করে। পেকুয়া থানায় নিয়মিত মামলা হয়। কিন্তু মামলা করার সময় ইউনিয়ন অা’লীগের কোন ধরনের দিকনির্দেশনা নেয়া হয়নি। পরে জানতে পেরেছি ছাত্রলীগের নেতা মামলায় অাসামী হয়েছে।পেকুয়া থানার ওসি জাকির হোসেন ভূইয়া বলেন, মামলার বাদি হচ্ছে স্থানীয় ছাত্রলীগের নেতা। তারা যদি ছাত্রলীগের কোন নেতাকে অাসামী করে থাকে যাচাই বাছাই করে ব্যবস্থা নেয়া হবে।
প্রাইভেট ডিটেকটিভ/২৭ ডিসেম্বর ২০১৮/ইকবাল