শাহীন আহম্মেদ কেরানীগঞ্জ প্রতিনিধিঃ
আজ উৎসব মুখোর পরিবেশে বাঘৈর হাই স্কুলের শিক্ষাথীদের রেজাল্ট প্রকাশ। সারা বাংলার ন্যায় এগিয়ে যাচ্ছে কেরানীগঞ্জের শিক্ষা ব্যবস্থা, এগিয়ে যাচ্ছে বাঘৈর হাই স্কুল। ২০১৮ সালে জুনিয়র স্কুল সাটিফিকেট পরিক্ষায় পাশের হার ৮৯.২৯%,,.এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ জজ মিয়া (চেয়ারম্যান তেঘরিয়া ইউনিয়ন পরিষদ) ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ নূর মোহাম্মাদ। বাষিক ফলাফল প্রকাশের সময় অএ বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল মুনসূর আহম্মেদ বলেন, ভালো ফলাফলের জন্য অবিভাবকে আরো সচেতন হতে হবে। তিনি আরো বলেন, জন নেপলিয়ান বলেছেন, ” আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দিবো “।।কারন মা হলেন সন্তানের প্রাথমকি শিক্ষক। সন্তানের প্রতি মায়ের দায়িত্ববান হতে হবে।আমাদের বাঘৈরে শিক্ষাথীদের ঝরে পরার হার দিন দিন কমে যাচ্ছে । আর এ সব সম্ভব হয়েছে সঠিক ব্যবস্থাপনার কারনে।এ সময় আরো উপস্থিত ছিলেন, বাঘৈর হাই স্কুলে সহকারী প্রধান শিক্ষক সুখরঞ্জ বাড়ৈ সুমন, মাওলানা নেসার আহম্মেদ, মিল্টন মজুমদার, নূরে আল বজলুর রহমান সহ সকল শিক্ষক-শিক্ষিকা মন্ডলী বৃন্দ কেরানীগঞ্জে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় মিডেড মিল চালু করা হয়েছে। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সাথে এগিয়ে যাচ্ছে আমাদের কেরানীগঞ্জের শিক্ষা ব্যবস্থা।
প্রাইভেট ডিটেকটিভ/২৭ ডিসেম্বর ২০১৮/ইকবাল