আফগানিস্তানে বিমান হামলা : নিহত ৫ জঙ্গি
ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় দুটি প্রদেশে আফগান স্পেশাল অপারেশন ফোর্সের বিমান হামলায় পাঁচ সশস্ত্র জঙ্গি নিহত হয়েছে। গতকাল বুধবার আফগান ন্যাশনাল আর্মি স্পেশাল অপারেশনস কোর্পস (এএনএএসওসি) এক বিবৃতিতে জানায়, নানগড়হার প্রদেশের পাচির ওয়া আগাম জেলায় গত মঙ্গলবার একটি অভিযানে জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) তিন গুরত্বপূর্ণ সদস্য নিহত হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, পার্শ্ববর্তী লোগার প্রদেশের মোহাম্মাদ আঘা জেলায় অপর অভিযানে জঙ্গি গোষ্ঠী তালেবানের তিন গুরুত্বপূর্ণ সদস্য নিহত হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানগুলো চালানো হয়। এতে কোন বেসামরিক লোক হতাহত হয়নি। চরমপন্থী গোষ্ঠীদুটি এই অভিযান সম্পর্কে এখন পর্যন্ত কোন মন্তব্য করেনি।