সংসার ভাঙলো লাক্স সুপারস্টার চৈতির
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
২০১৫ সালে ভালোবেসে বিয়ে করেন লাক্স সুপারস্টার বিজয়ী ইসরাত জাহান চৈতি। ভিন্ন ধর্মের শাওন রয়ের সঙ্গে বেশ ভালোই কাটছিল সংসার জীবন। কিন্তু বেশ কিছুদিন হলো শোনা যাচ্ছিল তাদের সংসার ভেঙে যাচ্ছে। অবশেষে বিষয়টিজানালেন চৈতি। বললেন, ‘২০১৫ সালে আমি ভালোবেসে শাওনকে বিয়ে করি। শুরুতে আমাদের সংসার জীবন ভালোই চলছিল। কিন্তু কিছুদিন পর থেকে, নানা বিষয়ে আমাদের মধ্যে মত-পার্থক্য দেখা দেয়। একটা সময় এ নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। দুই পরিবারের পক্ষ থেকে অনেকবার তা সমাধানের চেষ্টা করা হয়েছে। কিন্তু লাভ হয়নি। সবশেষে, নিজের সিদ্ধান্ত ও পরিবারের পরামর্শে সংসার জীবনের ইতি টানলাম।’ চৈতি নিশ্চিত করেন, গেল ৮ নভেম্বর তাদের বিচ্ছেদ হয়েছে। ২০০৮ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার বিজয়ী হন চৈতি। এরপর থেকে নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন তিনি। ২০১৫ সালের অক্টোবরে শাওন ও চৈতির বিয়ে হয়েছিল। পেশায় ব্যবসায়ী শাওন একজন থ্রিডি অ্যানিমেটর এবং গ্রাফিক ডিজাইনার।