June 24, 2025, 1:31 am

সংবাদ শিরোনাম
সুনামগঞ্জে সেনাবাহিনী-অস্ত্রধারীদের গোলাগুলি, ৪ জন আটক যশোরে মাদক মামলায় বেনাপোলের দু’জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ঢাকার কামরাঙ্গীচর যেন অনিয়মের দূর্গ সিরাজগঞ্জে কাব স্কাউটদের কাব কার্ণিভাল অনুষ্ঠিত বেনাপোল কাষ্টমস হাউজে ফের কলমবিরতি চলছে গাইবান্ধার সাদুল্লাপুরে প্রতিবেশীর ঝুঁকিপূর্ণ পুরনো ৬টি গাছের নিচে মৃত্যু ঝুঁকিতে সাংবাদিক পরিবারের বসবাস, আতঙ্কে ব্যবসায়ীরা! ইউএনও’র তদন্ত ‘দায়সারা’ ভারতীয় পন্যসহ ৩ জনকে আটক করেছে শেরপুর ফাঁড়ি পুলিশ ভারতে যাওয়ার পথে বেনাপোলে আটক “তারাগঞ্জ উপজেলা চেয়ারম্যান” আনিছুর রহমান গৌরনদীতে ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজে পারাপার এলাকাবাসী ও বিদ্যালয়মুখী মানুষের চরম দুর্ভোগ বামনায় নবগঠিত গভনিং বডির অভিষেক অনুষ্ঠান

ভারতে বাবরি মসজিদ নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি ৪ জানুয়ারি

ভারতে বাবরি মসজিদ নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি ৪ জানুয়ারি

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তর প্রদেশের অযোধ্যার বাবরি মসজিদ নিয়ে আগামি ৪ জানুয়ারি মামলার শুনানি হবে। দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি সঞ্জয় কিষাণ কৌলের বেঞ্চে মামলার শুনানি হবে। এদিনই ঠিক হতে পারে পরবর্তীতে কোন তিন বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হবে। গত সোমবার কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা প্রকাশ জাভরেকর বিজেপি দফতরে সাংবাদ সম্মেলন করে জানান, ‘সরকার চায় প্রতিদিন শুনানি হোক অযোধ্যা (বাবরি মসজিদ) মামলার।’ বিশ্ব হিন্দু পরিষদেরও একই দাবি। বিশ্ব হিন্দু পরিষদের নেতা অলোক কুমার অবশ্য বলেছেন, ‘সুপ্রিম কোর্টের ওপর খুব বেশি ভরসা নেই। ফলে তারা প্রতিদিন শুনানি শুরু করবে, এমনটা জোর গলায় বলতে পারছি না।’ ভারতের ক্ষমতাসীন দল বিজেপি চাইছে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে অযোধ্যা মামলার দ্রুত নিষ্পত্তি হোক। প্রয়োজনে অর্ডিন্যান্স জারি বা পার্লামেন্টে বিল এনে রাম মন্দির নির্মাণের পথ প্রশস্ত করা হোক। বিজেপি সভাপতি অমিত শাহ সম্প্রতি এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, সুপ্রিম কোর্ট যদি দৈনিক শুনানি করে তাহলে ১০ দিনের মধ্যেই বিষয়টির নিষ্পত্তি হবে। তিনি বলেন, সুপ্রিম কোর্টের রায় যা-ই হোক না কেন, দেশবাসী অযোধ্যায় রাম মন্দির দেখতে চায়। লক্ষনৌতে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ বিজেপি-আরএসএসের যুবকর্মীদের সম্মেলনে রাম মন্দির নির্মাণের দাবিতে বিক্ষোভের মুখে পড়েন। ক্ষুব্ধ তরুণরা স্লোগান দিয়ে বলেন,  যারা মন্দির নির্মাণ করবে, ভোট তাদেরকেই দেওয়া হবে। রাজনাথ সিং এবং আদিত্যনাথকে আশ্বাস দিতে হয়, বিজেপিই মন্দির  নির্মাণ করবে। আপনারা ধৈর্য ধরুন। অন্যদিকে, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট থেকে যে রায় দেওয়া হবে সেই সিদ্ধান্তই মেনে নেয়া হবে। এ নিয়ে কোনও অধ্যাদেশ আনা হলে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। কেননা, বিষয়টি বিচারাধীন থাকায় সরকার অধ্যাদেশ আনতে পারে না। বাবরি মসজিদ-রাম মন্দির মামলায় ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্টের রায়ে বলা হয়েছিল, অযোধ্যার বিতর্কিত জমি সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহী আখড়া ও রামলালার মধ্যে সমান ভাগ করে দিতে হবে। ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ১৪টি আবেদন জমা পড়ে। আগামি ৪ জানুয়ারি ওই মামলার শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সূত্র: পার্স টুডে, আনাদোলু এজেন্সি।

Share Button

     এ জাতীয় আরো খবর