June 22, 2025, 2:28 am

সংবাদ শিরোনাম
নরসিংপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেনো নিজেই রোগী চৌহালী উপজেলা স্বার্থ সংরক্ষণ পরিষদ এর পক্ষ থকে ৫ দফা দাবিতে স্বারক লিপি প্রদান জামায়াতের লক্ষ্য ইসলাম কায়েম –সহকারী সেক্রেটারী আব্দুল হালিম বেনাপোলে বিজিবি ৯লাখ ২০ হাজার টাকার জালনোট সহ ১জনকে আটক করেছে ক্ষেতলালে দীঘির পাড়া মহল্লায় সম্পত্তি দখলের অভিযোগ, তদন্তে ভূমি অফিস উখিয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রথম ও দ্বিতীয় রাউন্ডের বির্তক প্রতিযোগিতা ৪ মাদক মামলার আসামী বিএনপির সেক্রেটারী! সেনাবাহিনীর অভিযানে লামায় অস্ত্র সরঞ্জামসহ আটক ৯ বামনায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছেন অফিসার ইনচার্জ হারুন অর রশীদ হাওলাদার উদীচীর অসমাপ্ত কাউন্সিল সম্পন্ন প্রতিনিধিদের ভোটে বদিউর সভাপতি, অমিত সাধারণ সম্পাদক নির্বাচিত

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নৌকায় ভোট দিন-মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ

পলাশ কান্তি মণ্ডল ডুমুরিয়া(খুলনা) প্রতিনিধিঃ

“সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নৌকায় ভোট দিন। শেখ হাসিনা এ দেশের খুলনা-৫ এর মহাজোট প্রার্থীর নির্বাচনী জন সমাবেশে নৌকার প্রার্থী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ (এমপি) প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেছেন। তিনি বলেন, “আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই আমরা শান্তিতে
বসবাস করতে পারছি। এখন আর কারো রাত জেগে পাহারা দিতে হয়না। শেখ হাসিনা সরকারের আমলে মানুষের আয় ৩গুন বেড়েছে। যার মাসিক আয় ১০ হাজার টাকা ছিলো এখন সে ৩০ হাজার টাকায় আয় করছে। তার বাস্তবতা কিন্তু অদৃশ্য নয়।” মন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আগামী ৩/৪টা দিন আপনাদের অক্লান্ত পরিশ্রম করতে হবে। আমাদের মুল লক্ষ্য ভোটারদেরকে ভোট কেন্দ্রে উপস্থিত করা। আর মনে রাখতে হবে বিজয় রেজাল্ট নিয়েই তবে কেন্দ্র থেকে বের হবো।” ডুমুরিয়া মহাবিদ্যালয় মাঠে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহাজোট প্রার্থীকে বিজয়ী করার লক্ষে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়। বেলা ২টার পর থেকে ১৪টি ইউনিয়ন হতে মিছিলসহকারে সমাবেশে আসতে থাকে জনতা। দেখতে দেখতেকলেজ মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জয়বাংলা আর নৌকার শ্লোগানে শ্লোগানে কম্পিত হয়ে উঠে কলেজ ক্যাম্পাস। সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য শেখ হারুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল হোসেন।উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি শাহনাজ হোসেন জোয়াদ্দারের সভাপতিত্বে বক্তব্যদেন জেলা আ’লীগ নেতা বিএমএ সালাম, এবিএম শফিকুল ইসলাম, ফুলতলা উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, সরদার আবু সালেহ, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, ওয়াকার্স পাটির নেতা শেখ সেলিম আক্তার স্বপন, আ’লীগ নেতা রবীন্দ্রনাথ মন্ডল, শেখ আবিদ হোসেন, মৃনাল কান্তি জোয়াদ্দার, শোভা রানী হালদার, কৃষকলীগের অরিন্দম মল্লিক, যুবলীগ নেতা প্রভাষক গোবিন্দ ঘোষ, ছাত্রলীগ নেতা খান আবুল বাশার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেনডুমুরিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছফার হোসেন জোয়াদ্দার। সমাবেশে ডুমুরিয়া ও ফুলতলার ইউপি চেয়ারম্যানসহ আ’লীগ,যুবলীগ, শ্রমিকলীগ, তাঁতী লীগ, কৃষকলীগ, ছাত্রলীগের জেলা ও উপজেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৬ ডিসেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর