যশোরের ঝিকরগাছায় নৌকার জনসভা অনুষ্টিত হয় আজ ( ২৬/১২/১৮ ইং ) বিকাল

৪ টায়। উক্ত জন সভায় যশোরের আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক, জননেতা

মোঃ শাহীন চাকলার। সাবেক বিদ্যুৎ ও জালানী মন্ত্রী জননেতা মোঃ রফিকুল ইসলাম। সহ ঝিকরগাছা ও যশোর জেলার ছাত্র লীগ,যুবলীগ,ও আওয়ামীলীগের সভাপতি

সম্পাদক সহ তৃন মুলের বিভিন্ন নেতা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

এর নেতৃতে ঝিকরগাছার দক্ষিন বঙ্গ থেকে কয়েক শতাধিক মোটর সাইকেল ও পিকআপ,ট্রাকের সোডাউন নিয়ে উপস্থিত হন। উক্ত জনসভায় দেশ নেতৃীর মার্কা, বাংজ্ঞালি জাতির প্রতীক, দেশ ও নেতৃ বঙ্গ বন্ধু র সুযোগ্য কন্যা, বঙ্গ মাতা শেখ হাছিনা র মনোনীত প্রার্থী জননেতা ডাক্তার মেজর জেনারেল (অবঃ) মোঃ নাছির উদ্দিন।কে তার নৌকা মার্কাকে ৩০ শে ডিসেম্বরে ব্যালটের মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে জয়ী করতে হবে এই আহবান করেন।