আবদুল আউয়াল ফরহাদ পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব এম এ মতিন বলেন,বড় দুই দলের হিংসাত্মক
রাজনীতির কারনে দেশের মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভূগছে।কত নিরীহ মায়ের বুক খালি হচ্ছে তার কোন হিসাব নেই।বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এই ধরনের হানাহানির রাজনীতি করেনা।আমরা শান্তির রাজনীতি সমাজে প্রতিষ্ঠা করতে চাই।এই পটিয়ায় সকল রাজনৈতিক দল ও সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে সুষ্ঠু,সহ অবস্থান নিশ্চিত করতে চাই।উত্তর চট্টগ্রামে কয়েকটি বিশ্ববিদ্যালয়,টেকনিক্যাল কলেজ থাকলেও পটিয়া তথা দক্ষিণ চট্টগ্রামের ছাত্র-ছাত্রীদের জন্য একটি বিশ্ববিদ্যালয়ও নেই।আপনারা যদি আমাকে মোমবতি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেন আমার প্রথম কাজ হবে এই পটিয়ায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা।এছাড়া নতুন ব্রীজÑপটিয়া যাতায়াতে যে গণপরিবহন সমস্যা সেটাও সমাধান করতে কাজ করবো।পটিয়ার জনগনের জন্য যে সরকারী বরাদ্দ আসবে তা কোন মিডিয়া ছাড়া আমি নিজেই আপনাদের হাতে হাতে পৌছে দিব ইনশাআল্লাহ।বুধবার সকাল ১০ টায় উপজেলার শান্তিরহাটে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২(পটিয়া) বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আল্লামা এম এ মতিনের সমর্থনে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী ফ্রন্ট পটিয়া পশ্চিম পরিষদের সভাপতি মাস্টার জামাল আহমদের সভাপতিত্বে সহ সাধারন সম্পাদক মুহাম্মদ মিঞা জুনাঈদ এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব আ ন ম মাসউদ হোসাইন আলকাদেরী।বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আন্তর্জাতিক সচিব সৈয়দ জালাল উদ্দিন আল আযহারী,ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মুফতি আহমদ হোসাইন আল কাদেরী,ইসলামী ফ্রন্ট মহানগর(উত্তর) সহ সভাপতি আবু তৈয়ব নেজামী,বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় সাধারন সম্পাদক সৈয়দ আবু আজম,যুবনেতা মাওলানা এনাম রেজা,যুবনেতা আমান উল্লাহ আমান,ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সভাপতি ছাদেকুর রহমান খান,ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি এইচ এম শহিদুল্লাহ,সহ সাধারন সম্পাদক জাবের হোসাইন,সহ সাংগঠনিক সম্পাদক দিদার কাদেরী,দক্ষিণ জেলা ছাত্রসেনার সভাপতি নুরুল ইসলাম হিরু।এতে আরো উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট নেতা হাজী ছাবের আহমদ,মাওলানা নুরুল ইসলাম জিহাদী,জসিম উদ্দিন সিদ্দীকি,আবদুল্লাহ আল হেলাল,ছাত্রনেতা এইচ এম এনামুল হক,নুরে রহমান রনি,আসহাব উদ্দিন মুরাদ,শহিদুল ইসলাম,ওসমান,মিছহাব সহ আরো অনেকে।
প্রাইভেট ডিটেকটিভ/২৬ ডিসেম্বর ২০১৮/ইকবাল