
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতা-নেত্রীদের মতো তুমুল ব্যস্ততা পার

করছেন পাটগ্রাম উপজেলার কৃষক, দিন মজুর, শ্রমিক এবং বিভিন্ন পেশা জীবির জনগন প্রার্থীর জন্য নিজের খ্যাতির বিনিময়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। তারই ধারাবাহিকতায় এবার নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আল হজ্জ মোঃমোতাহার হোসেন পাটগ্রাম ও হাতিবান্ধার লালমনিরহাট ১(এক) আসনে সংসদ সদস্য হিসাবে নির্বাচনী প্রচার করছেন।