মোঃ এমদাদ উল্যাহ চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। সারাদেশে উন্নয়নের জোয়ার চলছে। উন্নয়নের মার্কা নৌকা। তিনি আরও বলেন, সিইসির পদত্যাগ নয়, ঐক্যফ্রন্টের ব্যর্থ নেতা হিসেবে ড. কামালের পদত্যাগ চাই। বুধবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজার উচ্চ বিদ্যালয় মাঠে আ’লীগের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় প্রধান বক্তা ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক। চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মিজানুর রহমান, মিয়াবাজার কলেজের অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সদস্য কামাল উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদার, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, আ’লীগ নেতা এডভোকেট আবদুল মান্নান ভুঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সেক্রেটারী লোকমান হোসেন রুবেল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, উজিরপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, উজিরপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মিয়া নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মিয়া নিজাম উদ্দিন। এসময় উপজেলা আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রাইভেট ডিটেকটিভ/২৬ ডিসেম্বর ২০১৮/ইকবাল