মোঃ রিপন বরিশাল প্রতিনিধিঃ
আমাদের সাংবাদিক ছাড়া বলার জায়গা নেই, সংবাদ সম্মেলন করে বললেন মজিবর রহমান সরোয়ার। বরিশাল প্রেসক্লাবে রবিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন বরিশাল-৫ আসনের বিএনপি র্প্রাথী এ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ার।
সরওয়ার বলেন, শনিবার (২২ ডিসেম্বর) বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহনে উঠান বৈঠকে যাওয়ার পথে নেহালগঞ্জফেরীঘাটে, ফেরি ও ট্রলার বন্ধ রাখা হয়, এমনকি নৌকা পর্যন্ত শেকল দিয়ে আটকে বন্ধ করে দেয় পুলিশ। উঠান বৈঠকেআসা নেতাকর্মীদের বাঁশির হুইসেল দিয়ে এবং লাঠিচার্জ করে তাড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি সেখান থেকে ইউনিয়নবিএনপির সভাপতি তুহিন পন্ডিতকে গ্রেফতার করা হয়।তিনি আরো বলেন, এখন আবার মধ্যরাতে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধেমামলা দেওয়া হচ্ছে। ঘটনা এক জায়গায় হলেও সারা বরিশালের নেতাকর্মীদের সে মামলায় আসামি করা হচ্ছে। এসববিষয়ে তারা রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন কমিশনেও অভিযোগ দিয়ে কোন প্রতিকার পাননি বলে জানান। তিনিবলেন ,’আমাদের সাংবাদিক ছাড়া বলার জায়গা নেই। আমরা যাতে প্রচার-প্রচারণা চালাতে পারি,ভোট কেন্দ্রে যেতেপারি তার ব্যবস্থা করা হোক।’বরিশাল-৫ আসনে এ পর্যন্ত ৬০/৬৫ জনকে গ্রেফতার করা হয়েছ এবং রাতে নেতাকর্মীদের বাসায় গিয়ে ভয়ভীতিদেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মজিবর রহমান সরওয়ার।পুলিশের গণগ্রেফতারেরকারণে তারা নির্বাচনী প্রচারণাও স্বাভাবিকভাবে করতে পারছেন না বলে জানান তিনি।
প্রাইভেট ডিটেকটিভ/২৬ ডিসেম্বর ২০১৮/ইকবাল