মোঃ ফাহাদ আহমদ হাইওয়ে শেরপুর (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
আমি মৌলভীবাজারের সন্তান আমাকে একটিবার আপনাদের সেবা করার সুযোগ দিন। সুখে দঃখে সবসময় আমাকে পাশে পাবেন। ইতি মধ্যে শেরপুরের যত উন্নয়ন হয়েছে সবই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। এছাড়া তিনি বলেন বি.এন.পি
বাংলাদেশেকে ধ্বংস করতে চায় বাংলাদেশে কোনদিন উচ্চস্থানে তারা নিয়ে যেতে চায় না। ধ্বংসের রাজনীতিই তাদের মূল লক্ষ্য, তারা ক্ষমতায় গেলে এ দেশকে আবার থলা বিহীন জুড়ি বানিয়ে ফেলবে। গতকাল বেলা ৫টায় শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরে এক জনসভায় জাতীয় একাদশ নির্বাচনের মৌলভীবাজার ৩-আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জনাব নেছার আহমদ বক্তব্যে এসব কথা বলেন।
জনসভা বিকেল ৫টায় শুরু হলেও ৪টা থেকে মৌলভীবাজারের ১২টি ইউনিয়নের লোকজন খন্ড খন্ড মিছিল নিয়ে আসতে শুরু করলে শেষ পর্যন্ত সভাস্থলের প্রতিটি জায়গা পূর্ণ হয়। ফলে লোকে লোকারন্ন হয়ে পরে। প্রিয় নেতা নেছার আহমদকে একনজর দেখার জন্য এত লোক সমাগম শেরপুরে আর হয়নি। এ জনসভাটি মৌলভাজারও রাজনগরের নৌকার জোয়ার বলে মনে করেন জেলার নেতৃবৃন্দ। তারা বলেন, শেরপুরের কাংখিত উন্নয়নগুলো সবই আওয়ামীলীগ সরকারের একাংশ। উন্নয়ন সমাপ্ত করার জন্য আবারও নৌকায় ভোট দেওয়ার প্রয়োজন।
এবং দৈনিক সিলেটের ডাকের ভারপ্রাপ্ত সম্পাদক বাবু বনমালী ভৌমিক বলেন, নেছার আহমেদ আমার প্রানপ্রিয় মানুষ। এবং অত্যন্ত সৎ। মৌলভীবাজারে তার কোন তুলনা হয়না। আমিও তার সাথে আছি।এছাড়া জনসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছা সেবক লীগনেতা সুব্রত পুরকায়স্থ, জেলা যুবলীগ সভাপতি নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিছবাউল হক, আশরাফ মিয়া, উৎপল ভৌমিক,ইউপি আওয়ামীলীগ সহ-সভাপতি, আওয়ামীলীগ নেতা মনফর মিয়া, তাহির উদ্দিন ইউপি (সদস্য), ছাত্রলীগ নেতা সাঈদুর রহমান, ছালেম মিয়া,অলিউর রহমান, সুলতান মিয়া, আনছার মিয়া, মাসুক মিয়া, শেখর দত্ত পূলক, এবাদুর রহমান ময়নুল,খালিক মিয়া প্রমুখ।
প্রাইভেট ডিটেকটিভ/২৬ ডিসেম্বর ২০১৮/ইকবাল