অং মারমা বান্দরবান জেলা প্রতিনিধিঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা রোধে পেকুয়ার গড়া অস্থায়ী সেনা ক্যাম্প পরিদর্শনে আসছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান আজিজ আহমদ।আজ ২৬ ডিসেম্বর বুধবার সকাল ১০ টার দিকে হেলিকপ্টারযোগে পেকুয়ায় পৌঁছাবেন তিনি। পেকুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম জানান, সেনা প্রধান সকাল ১০ টার দিকে হেলিকপ্টারযোগে পেকুয়া স্টেডিয়ামে পৌঁছার কথা রয়েছে।এখানে তিনি অস্থায়ী সেনা ক্যাম্পে সেনা সদস্যদের সাথে ব্রিফ করবেন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে চা চক্রে মিলিত হবেন।সেনা প্রধান আজিজ আহমদ পেকুয়ায় দুই ঘন্টা অবস্থান করবেন বলে জানাগেছে।
প্রাইভেট ডিটেকটিভ/২৬ ডিসেম্বর ২০১৮/ইকবাল