পেকুয়া প্রতিনিধিঃ
পেকুয়ায় বেপরোয়া নসিমন গাড়ির ধাক্কায় জন্নাতুল ফেরদৌস (৪) নামের এক শিশু
শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত জন্নাতুল ফেরদৌস একই এলাকার মো: বেলালের সন্তান। আনন্দ স্কুল থেকে বাড়ি ফেরার পথে তিনি দূর্ঘটনার শিকার হন।গতকাল মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ষাট দুনিয়া পাড়া এলাকায় দূর্ঘটনার ঘটনা ঘটে।প্রতক্ষ্যদর্শীদের বরাত দিয়ে সাবেক ইউপি সদস্য জামাল হোসেন বলেন, বেপরোয়া নসিমন গাড়িটি পথচারী শিশু জন্নাতুল ফেরদৌসকে ধাক্কা দিয়ে মাঠিতে ফেলে দিলে গুরুতর হয়। পেকুয়া সরকারী হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। পরিবারের সাথে গাড়ির মালিকের মধ্যস্থতায় লাশ দাফন করা হয়।পেকুয়া থানার ওসি জাকির হোসেন ভুইয়া বলেন, দূর্ঘটনার পর গাড়ির ড্রাইভারকে আটক করা হয়। দুই পক্ষের অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/২৬ ডিসেম্বর ২০১৮/ইকবাল