June 24, 2025, 1:27 am

সংবাদ শিরোনাম
সুনামগঞ্জে সেনাবাহিনী-অস্ত্রধারীদের গোলাগুলি, ৪ জন আটক যশোরে মাদক মামলায় বেনাপোলের দু’জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ঢাকার কামরাঙ্গীচর যেন অনিয়মের দূর্গ সিরাজগঞ্জে কাব স্কাউটদের কাব কার্ণিভাল অনুষ্ঠিত বেনাপোল কাষ্টমস হাউজে ফের কলমবিরতি চলছে গাইবান্ধার সাদুল্লাপুরে প্রতিবেশীর ঝুঁকিপূর্ণ পুরনো ৬টি গাছের নিচে মৃত্যু ঝুঁকিতে সাংবাদিক পরিবারের বসবাস, আতঙ্কে ব্যবসায়ীরা! ইউএনও’র তদন্ত ‘দায়সারা’ ভারতীয় পন্যসহ ৩ জনকে আটক করেছে শেরপুর ফাঁড়ি পুলিশ ভারতে যাওয়ার পথে বেনাপোলে আটক “তারাগঞ্জ উপজেলা চেয়ারম্যান” আনিছুর রহমান গৌরনদীতে ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজে পারাপার এলাকাবাসী ও বিদ্যালয়মুখী মানুষের চরম দুর্ভোগ বামনায় নবগঠিত গভনিং বডির অভিষেক অনুষ্ঠান

লাঠিতে ধানের শীষ বেঁধে নিয়ে বিএনপি সমর্থকদের বিক্ষোভ মিছিল এলাকায় আতংক পেকুয়ায় আ’লীগের নির্বাচনী কার্যালয়ে বিএনপির হামলা, আহত ১১ আটক ৭

জালাল উদ্দিন  পেকুয়া প্রতিনিধিঃ

পেকুয়া উপজেলার উজানটিয়া, মগনামা ইউনিয়নে নির্বাচনী কার্যালয় ও সদর

প্রতিকি ছবি

সাবেকগুলধি এলাকায় নির্বাচনী পথসভায় বিএনপি মিছিল সহকারে হামলা চালিয়ে ৫ ছাত্রলীগ যুবলীগ নেতাকে আহত করেছে। এঘটনায় মগনামা ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়সাল চৌধুরীসহ ৭জনকে আটক করেছে থানা পুলিশ। বিএনপি’র পক্ষ থেকে ৬জন আহত হয়েছে বলে দাবী করা হয়েছে।আহতেরা হলেন, উজানটিয়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াদ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক আবদু রহমান জয়, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাঈদুর রহমান কাফি, মগনামা ইউনিয়ন যুবলীগের সদস্য সাকের উল্লাহ, সদর সাবেক গুলধি এলাকার মো: কালু, জেলা ছাত্রদলের সাবেক সহপ্রচার সম্পাদক উজানটিয়া ইউনিয়নের বাসিন্দা আবদুল্লাহ আল মামুন, ছাত্রদল নেতা নবাব শরীফ, হেফাজ, কাইয়ুম, নেছার, কাইছার। তার মধ্যে উজানটিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাফির অবস্থা গুরুতর বলে জানা গেছে।আটককৃতরা হলেন, মগনামা ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়সাল চৌধুরী, উজানটিয়া ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সদস্য সালাউদ্দিন, মো: কাইছার, জহিরুল ইসলাম, মো: হাশেম, মোঃ কাইয়ুম ও মো: ফোরকান।মঙ্গলবার (২৫ডিসেম্বর) বিকেল ৪টায় থেকে সাড়ে ৪টা পর্যন্ত উজানটিয়ার গোদারপাড় ও মগনামার কাজি মার্কেটে সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয়রা জানিয়েছেন, দুপুর ২টা থেকে সাড়ে ৪টার দিকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও সহযোগি সংগঠনের শীর্ষ নেতাদের নেতৃত্বে সহ¯্রাধিক নেতাকর্মী রাস্তায় বের বিক্ষোভ মিছিল শুরু করে। বেশিরভাগ নেতাকর্মীর হাতে ছিল লাঠি। লাঠি সহকারে বিক্ষোভ মিছিল থেকে উজানটিয়া ইউনিয়নের গোদারপাড় এলাকায় অবস্থিত নৌকার প্রার্থী জাফর আলমের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়ে ছাত্রলীগের তিন নেতাকে আহত করে। একই সময়ে মগনামার কাজি মার্কেটে নৌকার নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে যুবলীগের সদস্যকে আহত করে। এ সময় দু’টি নির্বাচনী কার্যালয় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। একপর্যায়ে আ’লীগ নেতাকর্মীরা প্রতিরোধের চেষ্টা করলে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। যার কারণে আহতের ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এদিকে লাঠি নিয়ে সবচেয়ে বড় বিক্ষোভ মিছিলটি হয় পেকুয়া উপজেলাস্থ চৌমহুনী ও বাজার এলাকায়। সদরের বিভিন্ন এলাকা থেকে লাঠিতে ধানের শীষ বেঁধে নিয়ে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মিছিল সহকারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রার্থী হাসিনা আহমেদের বাড়িতে গিয়ে অবস্থান করে। তবে পুলিশ সর্তক অবস্থানে থাকায় সংঘর্ষের ঘটনা ঘটেনি। এদিকে রাত সাড়ে ৯টায় নৌকার নির্বাচনী সভায় হামলা চালিয়ে আহত করা হয় ১জনকে। তাকে আহত অবস্থায় পেকুয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।উজানটিয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক যুবলীগ সভাপতি শহিদুল ইসলাম বলেন, লাঠিসহ জঙ্গি মিছিল নিয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী হাসিনা আহমেদের সমর্থক ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন এমজারুল, ছাত্রদল নেতা আবদুল্লাহ আল মামুন, নওয়াব শরীফ, কায়সার, ইয়াসিন, কায়সার হামিদের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী আমার ওয়ার্ড়ের নির্বাচনী কার্যালয়ে অর্তকিত হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে ছাত্রলীগের তিন নেতাকে গুরুতর আহত করে। তারা পরিকল্পিতভাবে নাশকতা ও আতংক সৃষ্টির জন্য লাঠির নিয়ে বিক্ষোভ মিছিল করে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত না হলে বিএনপির নাশকতা আরো মারাত্মক আকার ধারণ করত। ঘটনায় জড়িত মূল হোতাদের দ্রুত আটক করার দাবী জানাচ্ছি।মগনামা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো: রশিদ বলেন, বিকেল ৪টার দিকে ফয়সাল চৌধুরীর নেতৃত্বে শতাধিক নেতাকর্মী হাতে লাঠি নিয়ে মিছিল শুরু করে। একপর্যায়ে আ’লীগের নির্বাচনী কার্যালয়ে এসে ভাঙচুর করে। ওই সময় ইউনিয়ন যুবলীগের এক সদস্যকে আহত করে।পেকুয়া থানার ওসি(তদন্ত) মিজানুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনার পর পুলিশ অভিযান শুরু করে ৭জনকে আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৬ ডিসেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর