June 22, 2025, 3:10 am

সংবাদ শিরোনাম
নরসিংপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেনো নিজেই রোগী চৌহালী উপজেলা স্বার্থ সংরক্ষণ পরিষদ এর পক্ষ থকে ৫ দফা দাবিতে স্বারক লিপি প্রদান জামায়াতের লক্ষ্য ইসলাম কায়েম –সহকারী সেক্রেটারী আব্দুল হালিম বেনাপোলে বিজিবি ৯লাখ ২০ হাজার টাকার জালনোট সহ ১জনকে আটক করেছে ক্ষেতলালে দীঘির পাড়া মহল্লায় সম্পত্তি দখলের অভিযোগ, তদন্তে ভূমি অফিস উখিয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রথম ও দ্বিতীয় রাউন্ডের বির্তক প্রতিযোগিতা ৪ মাদক মামলার আসামী বিএনপির সেক্রেটারী! সেনাবাহিনীর অভিযানে লামায় অস্ত্র সরঞ্জামসহ আটক ৯ বামনায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছেন অফিসার ইনচার্জ হারুন অর রশীদ হাওলাদার উদীচীর অসমাপ্ত কাউন্সিল সম্পন্ন প্রতিনিধিদের ভোটে বদিউর সভাপতি, অমিত সাধারণ সম্পাদক নির্বাচিত

জনগণের মনের মধ্যে আমাদের পোস্টার আছে: আফরোজা আব্বাস

জনগণের মনের মধ্যে আমাদের পোস্টার আছে: আফরোজা আব্বাস

ডিটেকটিভ নিউজ ডেস্ক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী আফরোজা আব্বাস বলেছেন, আমরা পোস্টার লাগাতে পারছি না। ব্যানার লাগাতে পারছি না। গণসংযোগে যেতে পারছি না। কোনো ব্যাপার না। জনগণের মনের মধ্যে আমাদের পোস্টার, ব্যানার, গণসংযোগ আছে। আফরোজা আব্বাস বলেন, আমরা শুধু চাই ৩০ তারিখে যাতে সবাইকে নির্বিঘেœ ভোটকেন্দ্রে যেতে দেওয়া হয়। তারা যাতে ভোট দিতে পারে এবং ভোট রক্ষা করতে পারে। গতকাল মঙ্গলবার দুপুরে শাহজাহানপুরে নিজ বাসায় সাংবাদিকদের এসব কথা বলেন আফরোজা আব্বাস। আফরোজা আব্বাস বলেন, সকাল সাড়ে ১০টা থেকে আমাদের মুগদা, সবুজবাগ, খিলগাঁও এলাকায় মিছিল-মিটিং, পথসভা ও গণসংযোগ কর্মসূচি পালন করার কথা ছিল। আমরা নির্বাচনী প্রচারণায় বের হওয়ার প্রস্তুতি নিয়েছি। আমাদের নেতাকর্মীও এই কর্মসূচি পালন করতে সকাল থেকেই আমার বাড়িতে হাজির হতে থাকেন। আমরা কর্মসূচি পালনের বিষয়ে পুলিশের অনুমতি চাইলে তারা অনুমতি দেয়নি। বিএনপির এই প্রার্থী আরো বলেন, পুলিশ আমাদের বলেছে, আজ আওয়ামী লীগ মিছিল নিয়ে বের হবে। তারা আমাদের নিরাপত্তা দিতে পারবে না। তাই তারা আমাদের প্রচারকাজে নামতে নিষেধ করে। আমরা পুলিশকে বলেছি, আওয়ামী লীগের মিছিলের আগে বা পরে বের হওয়ার অনুমতি চাই। তারা সেটিও অনুমতি না দিয়ে আমাদের মুগদা, সবুজবাগ ও খিলগাঁওয়ে প্রচারকাজ চালাতেও নিষেধ করে। আফরোজা বলেন, পুলিশ আমাদের জানিয়ে দেয়, আমরা নির্বাচনী প্রচারণায় বের হলে কোনো নিরাপত্তা দিতে পারবে না। আমরা বের হলে সংঘর্ষ হবে। আমরা আজকে পুলিশের নিষেধাজ্ঞার কারণে বের না হলেও পরে এই নিষেধ মানব না। নির্বাচনী প্রচার চালাতে দেওয়া হচ্ছে না অভিযোগ করে আফরোজা আব্বাস বলেন, আমাদের নির্বাচনী প্রচারণা কর্মসূচি চলাকালে এর আগেও হামলা হয়েছে। আমাদের নেতাকর্মীরা বাসায় থাকতে পারছে না। তাদের গ্রেফতার করা হচ্ছে। আফরোজা আব্বাস বলেন, গণসংযোগ করে আসার পর প্রতিদিন আমার বাসাটি একটি হাসপাতালে পরিণত হয়। আমি চিকিৎসা দিতে পারি না। তাদের হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। আফরোজা আব্বাস বলেন, বারণ করার পর আজ যদি আমি বের হতাম, তাহলে দেখা যেত প্রশাসনই আমার ওপর হামলা করেছে। তাই সেই দায়িত্ব আমি নিতে চাই না। প্রশাসন বারণ করলে আপনি বের হবেন নাÑগণমাধ্যম কর্মীদের এমন এক প্রশ্নের জবাবে আফরোজা বলেন, আজ আমি তাদের (প্রশাসন) সুযোগ দিলাম। আমি বের হব। আমি পুলিশকে বলেছি, আপনারাই আমাকে প্রোগ্রাম দেন, আমি কখন কোথায় যাব। কিন্তু তাও দিচ্ছে না। সারা দেশে নেতাকর্মীদের ওপর হামলা অব্যাহত রয়েছে উল্লেখ করে আফরোজা বলেন, আমার ও মির্জা আব্বাসের ওপর সবচেয়ে বেশি হামলা হচ্ছে। আমাদের এমন কোনো প্রার্থী নেই, যার ওপরে হামলা হয়নি। গতকালকে (সোমবার) সবচেয়ে বেশি হামলা হয়েছে। আফরোজা আরো বলেন, ভোটে শেষ পর্যন্ত থাকার আমার দৃঢ়তা আছে। নির্বাচন কমিশনে অনেক অভিযোগ দিয়েছি। আমি বলেছি, আমি একজন নারী প্রার্থী। অন্তত আমার নিরাপত্তাটা দেন। কিন্তু নির্বাচন কমিশন আমাকে কোনো নিরাপত্তা দেয়নি। গত রোববার আমার ওপর সবুজবাগ এলাকায় হামলা হয়েছে। আমার দুপাশে চারজন মহিলা পুলিশ ছিল। কিন্তু যখন হামলাটা হলো, আমি কাউকে খুঁজে পাইনি। আমার নেতাকর্মীরা আমাকে আগলে রেখেছেন। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে আফরোজা আব্বাস বলেন, আমরা এখনো নিজের চোখে তো সেনাবাহিনী দেখিনি। আশায় আশায় ছিলাম। কিন্তু এ পর্যন্ত খুব একটা ভালো রেজাল্ট পাইনি, আরো আক্রমণ বেড়ে গেল। আশায় আছি, দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের নিরাপত্তা দেবে এবং বাকি দিনগুলোতে কাজের সুযোগ দেবে।

Share Button

     এ জাতীয় আরো খবর