সরকার ও ইসি নির্বাচন বানচাল করার চেষ্টা করছে: ফখরুল
ডিটেকটিভ নিউজ ডেস্ক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ও নির্বাচন কমিশন (ইসি) যৌথভাবে এ নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। গতকাল মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠক করে। মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, নির্বাচনের নূন্যতম পরিবেশ তারা (সরকার ও ইসি) সৃষ্টি করতে পারছে না। যদি বলি ব্যর্থ হয়েছে, তাহলে বোধ হয় ঠিক বলা হবে না। আমাদের কাছে মনে হচ্ছে যে তারা ব্যর্থ করছে। যেন এটা বানচাল হয়ে যায়। মির্জা ফখরুল আরো বলেন, এ নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে, কতটুকু অবাধ হবে, কতটুকু গ্রহণযোগ্য হবেÑএ প্রশ্ন তো এরইমধ্যে জাতির সামনে এসে গেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টা ৫ মিনিটে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সভাকক্ষে ওই বৈঠক শুরু হয়। অবশ্য পরে তারা বৈঠক বর্জন করে চলে আসেন।