June 24, 2025, 1:26 am

সংবাদ শিরোনাম
সুনামগঞ্জে সেনাবাহিনী-অস্ত্রধারীদের গোলাগুলি, ৪ জন আটক যশোরে মাদক মামলায় বেনাপোলের দু’জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ঢাকার কামরাঙ্গীচর যেন অনিয়মের দূর্গ সিরাজগঞ্জে কাব স্কাউটদের কাব কার্ণিভাল অনুষ্ঠিত বেনাপোল কাষ্টমস হাউজে ফের কলমবিরতি চলছে গাইবান্ধার সাদুল্লাপুরে প্রতিবেশীর ঝুঁকিপূর্ণ পুরনো ৬টি গাছের নিচে মৃত্যু ঝুঁকিতে সাংবাদিক পরিবারের বসবাস, আতঙ্কে ব্যবসায়ীরা! ইউএনও’র তদন্ত ‘দায়সারা’ ভারতীয় পন্যসহ ৩ জনকে আটক করেছে শেরপুর ফাঁড়ি পুলিশ ভারতে যাওয়ার পথে বেনাপোলে আটক “তারাগঞ্জ উপজেলা চেয়ারম্যান” আনিছুর রহমান গৌরনদীতে ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজে পারাপার এলাকাবাসী ও বিদ্যালয়মুখী মানুষের চরম দুর্ভোগ বামনায় নবগঠিত গভনিং বডির অভিষেক অনুষ্ঠান

কঙ্গনার আক্ষেপ বাংলা বলতে না পারার

কঙ্গনার আক্ষেপ বাংলা বলতে না পারার

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

স্বামী বিবেকানন্দের আদশর্ই তাকে জীবনে এগিয়ে যাওয়ার দিশা দিয়েছে। তার জীবনে ভালো সিনেমা, সুখাদ্য এবং রুচির সঙ্গে জড়িয়ে রয়েছেন কোনও না কোনও বাঙালি। চতুথর্ দমদম আন্তজাির্তক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে কলকাতায় এসে এমনটাই জানালেন বলিউড তারকা কঙ্গনা রানাওয়াত। উৎসবে বাংলা প্রসঙ্গে কঙ্গনা বলেন, ‘বাংলায় এসে একটাই আক্ষেপ হয়, যদি একটু বাংলা বলতে পারতাম। বাংলার সঙ্গে, বাঙালির সঙ্গে আমার মনের যোগাযোগ খুব পুরোনো। যা কিছু শিখেছি, তার সবকিছুর সঙ্গেই জড়িয়ে আছে বাংলা।’

সেই জড়িয়ে থাকার ব্যাখ্যা দিয়ে কঙ্গনা বলেন, ‘মনে-প্রাণে আমি গুরু মানি স্বামী বিবেকানন্দকে। তিনি আমার জীবনের মস্ত অনুপ্রেরণা। ছোটবেলা থেকেই আমি কেমন করে যেন আপন করে ফেলেছি স্বামীজিকে।’

বেশ কিছুটা পিছিয়ে গিয়ে তিনি বলেন, ‘আমার বয়স যখন বারো-তেরো সে সময়েই আমার কয়েকজন শিক্ষক বিবেকানন্দের আদশের্র সঙ্গে আমার পরিচয় করান। তার লেখা বই দেন আমায়। সেটা পড়ে তার সম্পকের্ জানতে পারি। তার শিক্ষায় অনুপ্রাণিত হতে থাকি।’

কঙ্গনা আরও বলেন, ‘কাকতালীয়ভাবে এ ক্ষেত্রেও আমার গুরু এক বাঙালি পরিচালক, অনুরাগ বসু। অভিনয় কিংবা সিনেমার যেটুকু আমি শিখেছি, তাতে তার অবদান ভোলার নয়।’

দুই গুরুর সম্পকের্ নিজের উপলব্ধি ব্যাখ্যা করে ‘মনিকণির্কা’ জানান, ‘আমাদের মতো পাহাড়ের মানুষরা সাধারণত সহজ-সরল হয়। জীবনযাত্রাও খুবই সাদামাটা। তবে বাঙালিদের সঙ্গে মিশে আমি বুঝেছি তারা কতটা রুচিশীল। তা সে খাবার হোক কিংবা গান-নাটক-সিনেমা-শিল্প-সাহিত্য, বাঙালিকে বাদ দিয়ে কোনও কিছুই হয় না!’

Share Button

     এ জাতীয় আরো খবর