June 22, 2025, 3:01 am

সংবাদ শিরোনাম
নরসিংপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেনো নিজেই রোগী চৌহালী উপজেলা স্বার্থ সংরক্ষণ পরিষদ এর পক্ষ থকে ৫ দফা দাবিতে স্বারক লিপি প্রদান জামায়াতের লক্ষ্য ইসলাম কায়েম –সহকারী সেক্রেটারী আব্দুল হালিম বেনাপোলে বিজিবি ৯লাখ ২০ হাজার টাকার জালনোট সহ ১জনকে আটক করেছে ক্ষেতলালে দীঘির পাড়া মহল্লায় সম্পত্তি দখলের অভিযোগ, তদন্তে ভূমি অফিস উখিয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রথম ও দ্বিতীয় রাউন্ডের বির্তক প্রতিযোগিতা ৪ মাদক মামলার আসামী বিএনপির সেক্রেটারী! সেনাবাহিনীর অভিযানে লামায় অস্ত্র সরঞ্জামসহ আটক ৯ বামনায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছেন অফিসার ইনচার্জ হারুন অর রশীদ হাওলাদার উদীচীর অসমাপ্ত কাউন্সিল সম্পন্ন প্রতিনিধিদের ভোটে বদিউর সভাপতি, অমিত সাধারণ সম্পাদক নির্বাচিত

শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় সুরলোকে চলে গেলেন

শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় সুরলোকে চলে গেলেন

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

সুরলোকে চলে গেলেন সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়। সোমবার কলকাতায় নিজের বাসভবনে তিনি শেষঃনিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। বেশকিছুদিন ধরেই তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ফুসফুসে সংক্রমণের কারণে একাধিকবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিছুদিন আগে অবস্থার একটু উন্নতি হওয়ায় তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়েছিল।  সোমবার তাঁর জীবনাবসান হয়েছে। তাঁর মৃত্যুতে সঙ্গীত জগতে নেমে এসেছে শোকের ছায়া। তার গুনমুগ্ধরা ছুটে গিয়েছেন বাসভবনে।

রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক বাংলা গানের জনপ্রিয় শিল্পী ছিলেন দ্বিজেন মুখোপাধ্যায়। ১৯৪৪ সালে পেশাদার গায়ক হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন তিনি।  মেগাফোন রেকর্ড কোম্পানি থেকে তাঁর প্রথম রেকর্ড বেরিয়েছিল ১৯৪৫ সালে। প্রায় দেড় হাজার গান তিনি রেকর্ড করেছেন। তার মধ্যে প্রায় ৮০০ রবীন্দ্রসঙ্গীত। সলিল চৌধুরীর মাধ্যমে দ্বিজেন হিন্দি ছবিতে অনেক গানও গেয়েছেন। ২০১০ সালে ভারত সরকার তাঁকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করেছে। পশ্চিমবঙ্গ সরকার ২০১১ সালে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করেছে তাঁকে। তিনি সঙ্গীত শিক্ষার প্রতিষ্ঠান বাণীচক্রের সঙ্গে যুক্ত ছিলেন। সংস্থার সভাপতি ছিলেন। প্রতি বছর দুর্গাপুজোর আগে মহালয়ায় আকাশবানীতে যে মহিষাসুরমর্দিনী অনুষ্ঠিত হয় সেই অনুষ্ঠানে তাঁর গাওয়া জাগো দুর্গা খুবই জনপ্রিয় ছিল সকলের কাছে। ২০১০ সালে বাংলাদেশ সরকার দ্বিজেন মুখোপাধ্যায়কে বঙ্গবন্ধু সম্মানে সম্মানিত করে। দ্বিজেন মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমি শোকস্তব্ধ। দ্বিজেনদা আর নেই। বাংলার সঙ্গীতজগতে ইন্দ্রপতন হলো। দুঃখ প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছি না। স্বজন হারানোর বেদনা অনুভব করছি।

Share Button

     এ জাতীয় আরো খবর