শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় সুরলোকে চলে গেলেন
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
সুরলোকে চলে গেলেন সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়। সোমবার কলকাতায় নিজের বাসভবনে তিনি শেষঃনিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। বেশকিছুদিন ধরেই তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ফুসফুসে সংক্রমণের কারণে একাধিকবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিছুদিন আগে অবস্থার একটু উন্নতি হওয়ায় তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়েছিল। সোমবার তাঁর জীবনাবসান হয়েছে। তাঁর মৃত্যুতে সঙ্গীত জগতে নেমে এসেছে শোকের ছায়া। তার গুনমুগ্ধরা ছুটে গিয়েছেন বাসভবনে।
রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক বাংলা গানের জনপ্রিয় শিল্পী ছিলেন দ্বিজেন মুখোপাধ্যায়। ১৯৪৪ সালে পেশাদার গায়ক হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। মেগাফোন রেকর্ড কোম্পানি থেকে তাঁর প্রথম রেকর্ড বেরিয়েছিল ১৯৪৫ সালে। প্রায় দেড় হাজার গান তিনি রেকর্ড করেছেন। তার মধ্যে প্রায় ৮০০ রবীন্দ্রসঙ্গীত। সলিল চৌধুরীর মাধ্যমে দ্বিজেন হিন্দি ছবিতে অনেক গানও গেয়েছেন। ২০১০ সালে ভারত সরকার তাঁকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করেছে। পশ্চিমবঙ্গ সরকার ২০১১ সালে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করেছে তাঁকে। তিনি সঙ্গীত শিক্ষার প্রতিষ্ঠান বাণীচক্রের সঙ্গে যুক্ত ছিলেন। সংস্থার সভাপতি ছিলেন। প্রতি বছর দুর্গাপুজোর আগে মহালয়ায় আকাশবানীতে যে মহিষাসুরমর্দিনী অনুষ্ঠিত হয় সেই অনুষ্ঠানে তাঁর গাওয়া জাগো দুর্গা খুবই জনপ্রিয় ছিল সকলের কাছে। ২০১০ সালে বাংলাদেশ সরকার দ্বিজেন মুখোপাধ্যায়কে বঙ্গবন্ধু সম্মানে সম্মানিত করে। দ্বিজেন মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমি শোকস্তব্ধ। দ্বিজেনদা আর নেই। বাংলার সঙ্গীতজগতে ইন্দ্রপতন হলো। দুঃখ প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছি না। স্বজন হারানোর বেদনা অনুভব করছি।