বাংলা চলচিত্রে ব্যবসায়িক বিপর্যয়ের বছর
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
আর কয়েকদিন পরই শেষ হবে ২০১৮ সাল। বাংলা চলচ্চিত্রশিল্পের জন্য এ বছরটি মোটেও সুখকর ছিল না। বলতে গেলে এক কথায় ব্যবসায়িক দিক দিয়ে চলচ্চিত্রশিল্পের জন্য এটি ছিল বিপর্যয়ের বছর। হিট, সুপারহিটের সংখ্যা কমে বেড়েছে ফ্লপ ছবির সংখ্যা। চলতি বছরেও হতাশা কমেনি চলচ্চিত্রশিল্পে। হিসাব করে দেখলে সেরা দশটি চলচ্চিত্রও ব্যবসায়িক তালিকায় খুঁজে পেতে কষ্ট হবে। অবশ্য ভালো কিছু ছবিও দর্শকরা প্রেক্ষাগৃহে পেয়েছে। তবে বছরজুড়ে সেই সংখ্যাটা ছিল অনেক কম।
গত বছর মোট ৬৩টি ছবি মুক্তি পেলেও এ বছর এ পর্যন্ত যৌথ, আমদানি, দেশীয় সবমিলে মোট ৫৬টি ছবি মুক্তি পেয়েছে। বছরজুড়ে আমদানিতে ভারতীয় বাংলা ছবি মুক্তি পেয়েছে ১০টি। যৌথ প্রযোজনায় ৩টি ছবি মুক্তি পায়। চলচ্চিত্র প্রযোজক সমিতি সূত্রে জানা গেছে, বছরের শেষ সপ্তাহে আরো ২-১টি দেশীয় ছবি মুক্তি পেতে পারে। তবে আসন্ন নির্বাচনের কারণে তা এখনো চূড়ান্ত নয়। এর মধ্যে আলোচিত দর্শকপ্রিয় দেশীয় ছবির তালিকায় আছে ‘পোড়ামন টু’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘দেবী’, ‘দহন’। এ ছাড়া ‘স্বপ্নজাল’, ‘জান্নাত’, ‘ক্যাপ্টেন খান’, ‘কমলা রকেট’, ‘সুলতান’, ‘বিজলী’ নামের ছবিগুলো মোটামুটি দর্শকরা গ্রহণ করেছেন। যৌথ প্রযোজনায় মুক্তি পায় ‘স্বপ্নজাল’, ‘নুরজাহান’ ও ‘তুই শুধু আমার’ নামের তিনটি ছবি। আমদানি করা ছবির মধ্যে ‘জিও পাগলা’, ‘ইন্সপেক্টর নটিকে’, ‘ভাইজান এলো রে’, ‘সুলতান’, ‘ফিদা’, ‘পিয়া রে’, ‘নাকাব’, ‘আমি শুধু তোর হলাম’, ‘গার্লফ্রেন্ড’, ‘চালবাজ’ ও ‘ভিলেন’ নামের ছবিগুলো দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এরমধ্যে শাকিব খান অভিনীত ‘ভাইজান এলো রে’ ছবিটি দর্শকরা গ্রহণ করে। শাকিব খান অভিনীত এ বছর মোট ৮টি ছবি মুক্তি পায়। এবারো জনপ্রিয়তা এবং সিনেমা মুক্তির দিক দিয়ে এগিয়ে আছেন এই তারকা। বুবলী অভিনীত ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ও ‘সুপার হিরো’ ছবি দুটি থেকে সাড়া পান। এরপরই বলতে হয় নতুন মুখ সিয়াম ও পূজা চেরির নাম। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় এই জুটির ‘পোড়ামন টু’ ও ‘দহন’ ছবি দুটি দর্শকরা গ্রহণ করে। সিয়াম সম্প্রতি বিয়ের পিঁড়িতেও বসেন। সিয়ামের স্ত্রীর নাম অবন্তী। এ ছাড়া জয়া আহসান, চঞ্চল ও শবনম ফারিয়া অভিনীত ‘দেবী’ ছবিটি দর্শকরা বছরের শেষদিকে এসে গ্রহণ করে। বিশেষ করে সিনেপ্লেক্সের দর্শকরা ছবিটি দেখার জন্য ভিড় জমায়। প্রিয়দর্শিনীখ্যাত মৌসুমী এবং ওমর সানী অভিনীত ‘আমি নেতা হবো’ ছবিটি দর্শকরা মোটামুটি গ্রহণ করে। এ ছাড়া মৌসুমী ফেরদৌসের বিপরীতে ‘পবিত্র ভালোবাসা’, ‘লিডার’, ‘পোস্টমাস্টার ৭১’, অমিত হাসানের বিপরীতে ‘নায়ক’ ছবিতে অভিনয় করে আলোচনায় ছিলেন। ববি অভিনীত ‘বিজলী’, আরিফিন শুভ অভিনীত এবং চিত্রনায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’, মিমের ‘পাষাণ’, ‘সুলতান’, সাইমন ও মাহির ‘জান্নাত’, জাকিয়া বারী মম ও আনিসুর রহমান মিলনের ‘আলতাবানু’, ‘স্বপ্নের ঘর’, বাপ্পি ও অধরার ‘নায়ক’ ছবিগুলো কিছুটা আলোচনায় ছিল। চলতি বছর বড় পর্দায় অভিষেক হয় দীপা খন্দকার, সিয়াম, পূজা, রিপন গাজী, ফারজানা রিক্তা, শাহেন খান, মুন্না, রোকন, টয়া, শবনম ফারিয়া, শানু, গোলাম ফরিদা ছন্দা ও অর্ষার। চলতি বছর মিশা সওদাগরের পাশাপাশি খল চরিত্রে অভিনয় করে অমিত হাসানও বেশ প্রশংসা পেয়েছেন। এদিকে চলচ্চিত্রাঙ্গনে বছর শেষে বরেণ্য নির্মাতা আমজাদ হোসেন ও নির্মাতা সাইদুর আনাম টুটুলের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে।