২৩ বছরের তরুণ মনে হয় নিজেকে: স্টেইন
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারি হতে আর একটি উইকেট প্রয়োজন ডেল স্টেইনের। রেকর্ডটা অনেক আগেই ভাঙতে পারতেন তিনি। কিন্তু ইনজুরির কারণে গত সাড়ে তিন বছরে ৮টির বেশি টেস্ট খেলতে পারেননি। বুধবার শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান প্রথম টেস্টেই হয়তো রেকর্ডটা গড়বেন তিনি। স্টেইন অবশ্য এমন কীর্তিকে মনে করছেন ‘সাধারণ’ একটি বিষয়। কারণ এর চেয়েও বড় লক্ষ্য নির্ধারণ করেছেন তার জীবনে!
শন পোলক ৪২১ উইকেট নিয়ে টেস্টে প্রোটিয়াদের সর্বোচ্চ উইকেট শিকারি। প্রায় এক দশক স্থায়ী রেকর্ডের সামনে দাঁড়িয়ে স্টেইনের ভাবনা, ‘আমি এই প্রসঙ্গ থেকে যত দ্রুত সম্ভব বের হতে চাই। প্রায় দুই বছর বা তার বেশি সময় ধরে একটি উইকেটের প্রসঙ্গ নিয়ে উত্তর দিচ্ছি। আমার মনে হয় প্রসঙ্গটা পার করে ফেলেছি।’
পোলকের রেকর্ড ভাঙার চেয়ে আরও বড় লক্ষ্য আছে স্টেইনের। স্টেইন জানালেন, ‘পোলকের চেয়ে একটি বেশি উইকেট নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করিনি। এর চেয়েও বড় লক্ষ্য আছে আমার। যদি রেকর্ড করি, অবশ্যই দারুণ ব্যাপার হবে। এমন অর্জন গর্বের। তবে আমি এখানেই থেমে থাকতে চাই না। আমি পরবর্তী লক্ষ্য নির্ধারণ করবো। এটাই আমার পরিকল্পনা।’
৪২১ উইকেট নিতে ১০৮ টেস্ট খেলেছেন পোলক। তার চেয়ে ২০ টেস্ট কম খেলেই ৪২১ উইকেট স্টেইনের। ২০১৬ সালে পোলকের চেয়ে তিনি যখন ৫ উইকেট দূরে, তখনই তার রেকর্ডের সম্ভাবনা পিছিয়ে দেয় কাঁধের ইনজুরি। তবে এই সময়ে অনেকেই পাশে দাঁড়িয়েছেন স্টেইনের। তিনি জানিয়েছেন, ‘অনেকেই জানে না এই চোটের অবস্থা কতটা শোচনীয় ছিল। বলতে গেলে ভাঙা হাত ছিল আমার। তবে এই বিরতিটা আমার কাছে চমৎকার একটি সময় ছিল। পরিবারের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছি, যারা কাছে ছিল তাদের সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করেছি। সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে ফিরতে পেরে আমি রোমাঞ্চিত। কারণ, আমি তারুণ্য ধরে রেখেছি। নিজেকে এখনও ২৩ বছরের তরুণ মনে হয়।’