লোকজনের কথা নিয়ে ভাবি না: কোহলি
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
জনরোষের মুখে বেশ কয়েকবারই পড়তে হয়েছে বিরাট কোহলিকে। তাতে তার ভাবমূর্তি যে খুব জনপ্রিয় এমনটা বলা যায় না। তবে বিরাট কোহলি কিন্তু এমন অপ্রিয় সত্যটাকে মেনে নিয়েছেন। একই সঙ্গে এও মানেন-লোকে কী বললো তাতে কিছুই যায় আসে না তার। শুধু খেলার দিকেই মনোযোগ রাখতে চান।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টে মুখোমুখি হওয়ার আগে স্বভাবসুলভ একরোখা ভঙ্গিতে কোহলি বললেন, ‘আমি সবার দ্বারে দ্বারে গিয়ে ব্যানার টাঙিয়ে নিজেকে ব্যাখ্যা করতে যাবো না। একই সঙ্গে বলতে পারবো না আমাকে তোমার ভালো লাগতেই হবে।’
সবশেষ ম্যাচ থেকে উদাহরণ টেনে কোহলি বললেন, ‘আমি সবশেষ ম্যাচের পর বলেছিলাম কে কোনদিকে মনোযোগী থাকতে চায় সেটা যার যার ব্যক্তিগত পছন্দ। আমার এই মুহূর্তে লক্ষ্য টেস্ট জয়, দলের জন্য ভালো কিছু করা।’
কোহলির আচরণ থেকে শুরু করে মাঠে খেলোয়াড়ি মনোভাব নিয়ে হরহামেশা রিপোর্ট হয় পত্রিকায়। কোহলি জানালেন এসবে বিন্দুমাত্র আগ্রহ নেই তার। আগ্রহ শুধু নিজের পারফরম্যান্সের দিকে, ‘সত্যি কথা বলতে কোন রিপোর্ট হলো কিনা আর লোকজন কী বললো তা নিয়ে আমি ভাবি না। এসব জানিও না। আর এটা আমার ভাবার বিষয়ও না। সবারই যার যার দৃষ্টিভঙ্গি আছে, আমি সেগুলো সম্মান করি। আমি শুধু আমার ভালো ক্রিকেট আর দলের জয়ের দিকে মনোযোগী থাকতে চাই।’