June 24, 2025, 1:02 am

সংবাদ শিরোনাম
সুনামগঞ্জে সেনাবাহিনী-অস্ত্রধারীদের গোলাগুলি, ৪ জন আটক যশোরে মাদক মামলায় বেনাপোলের দু’জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ঢাকার কামরাঙ্গীচর যেন অনিয়মের দূর্গ সিরাজগঞ্জে কাব স্কাউটদের কাব কার্ণিভাল অনুষ্ঠিত বেনাপোল কাষ্টমস হাউজে ফের কলমবিরতি চলছে গাইবান্ধার সাদুল্লাপুরে প্রতিবেশীর ঝুঁকিপূর্ণ পুরনো ৬টি গাছের নিচে মৃত্যু ঝুঁকিতে সাংবাদিক পরিবারের বসবাস, আতঙ্কে ব্যবসায়ীরা! ইউএনও’র তদন্ত ‘দায়সারা’ ভারতীয় পন্যসহ ৩ জনকে আটক করেছে শেরপুর ফাঁড়ি পুলিশ ভারতে যাওয়ার পথে বেনাপোলে আটক “তারাগঞ্জ উপজেলা চেয়ারম্যান” আনিছুর রহমান গৌরনদীতে ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজে পারাপার এলাকাবাসী ও বিদ্যালয়মুখী মানুষের চরম দুর্ভোগ বামনায় নবগঠিত গভনিং বডির অভিষেক অনুষ্ঠান

লোকজনের কথা নিয়ে ভাবি না: কোহলি

লোকজনের কথা নিয়ে ভাবি না: কোহলি

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

জনরোষের মুখে বেশ কয়েকবারই পড়তে হয়েছে বিরাট কোহলিকে। তাতে তার ভাবমূর্তি যে খুব জনপ্রিয় এমনটা বলা যায় না। তবে বিরাট কোহলি কিন্তু এমন অপ্রিয় সত্যটাকে মেনে নিয়েছেন। একই সঙ্গে এও মানেন-লোকে কী বললো তাতে কিছুই যায় আসে না তার। শুধু খেলার দিকেই মনোযোগ রাখতে চান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টে মুখোমুখি হওয়ার আগে স্বভাবসুলভ একরোখা ভঙ্গিতে কোহলি বললেন, ‘আমি সবার দ্বারে দ্বারে গিয়ে ব্যানার টাঙিয়ে নিজেকে ব্যাখ্যা করতে যাবো না। একই সঙ্গে বলতে পারবো না আমাকে তোমার ভালো লাগতেই হবে।’

সবশেষ ম্যাচ থেকে উদাহরণ টেনে কোহলি বললেন, ‘আমি সবশেষ ম্যাচের পর বলেছিলাম কে কোনদিকে মনোযোগী থাকতে চায় সেটা যার যার ব্যক্তিগত পছন্দ। আমার এই মুহূর্তে লক্ষ্য টেস্ট জয়, দলের জন্য ভালো কিছু করা।’

কোহলির আচরণ থেকে শুরু করে মাঠে খেলোয়াড়ি মনোভাব নিয়ে হরহামেশা রিপোর্ট হয় পত্রিকায়। কোহলি জানালেন এসবে বিন্দুমাত্র আগ্রহ নেই তার। আগ্রহ শুধু নিজের পারফরম্যান্সের দিকে, ‘সত্যি কথা বলতে কোন রিপোর্ট হলো কিনা আর লোকজন কী বললো তা নিয়ে আমি ভাবি না। এসব জানিও না। আর এটা আমার ভাবার বিষয়ও না। সবারই যার যার দৃষ্টিভঙ্গি আছে, আমি সেগুলো সম্মান করি। আমি শুধু আমার ভালো ক্রিকেট আর দলের জয়ের দিকে মনোযোগী থাকতে চাই।’

Share Button

     এ জাতীয় আরো খবর