June 22, 2025, 2:53 am

সংবাদ শিরোনাম
নরসিংপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেনো নিজেই রোগী চৌহালী উপজেলা স্বার্থ সংরক্ষণ পরিষদ এর পক্ষ থকে ৫ দফা দাবিতে স্বারক লিপি প্রদান জামায়াতের লক্ষ্য ইসলাম কায়েম –সহকারী সেক্রেটারী আব্দুল হালিম বেনাপোলে বিজিবি ৯লাখ ২০ হাজার টাকার জালনোট সহ ১জনকে আটক করেছে ক্ষেতলালে দীঘির পাড়া মহল্লায় সম্পত্তি দখলের অভিযোগ, তদন্তে ভূমি অফিস উখিয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রথম ও দ্বিতীয় রাউন্ডের বির্তক প্রতিযোগিতা ৪ মাদক মামলার আসামী বিএনপির সেক্রেটারী! সেনাবাহিনীর অভিযানে লামায় অস্ত্র সরঞ্জামসহ আটক ৯ বামনায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছেন অফিসার ইনচার্জ হারুন অর রশীদ হাওলাদার উদীচীর অসমাপ্ত কাউন্সিল সম্পন্ন প্রতিনিধিদের ভোটে বদিউর সভাপতি, অমিত সাধারণ সম্পাদক নির্বাচিত

যশোর মণিরামপুর প্রতিবন্ধী তরুণীকে গণ ধর্ষণ

আগুন রায়, মণিরামপুর(যশোর) প্রতিনিধিঃ
যশোরের মণিরামপুর বাড়ি থেকে ডেকে নিয়ে ১৮ বছর বয়সী এক প্রতিবন্ধী তরুণীকে

প্রতিকি ছবি

মাঠে ফেলে ধর্ষণের অভিযোগ উঠেছে।এই ঘটনায় গত ২০/১২/১৮ তারিখ শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে চার যুবকের নামে থানায় মামলা করেছেন ধর্ষণের শিকার তরুণীর মা। মামলা তদন্তের স্বার্থে পুলিশ আসামীদের নাম গোপন রেখেছেন।

এর আগে গত ১৮/১২/১৮ তারিখ বুধবার সন্ধ্যা রাতে মণিরামপুর উপজেলার খড়িঞ্চি পূর্বপাড়ার মাঠে ওই তরুণী ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ করা হয়েছে।
পুলিশ ভিকটিমকে হেফাজতে নিয়েছে। শনিবার ভিকটিমের জবানবন্দি রেকর্ড ও মেডিকেল সম্পন্ন হওয়ার কথা রয়েছে।ধর্ষণের শিকার ওই তরুণী জানান, গত বছর একই উপজেলায় টনি নামে এক যুবকের সাথে বিবাহ হয় তার। কিন্তু প্রতিবন্ধী হওয়ায় স্বামী তাকে রাখতে রাজি হয়নি। এর পর থেকে মায়ের সঙ্গে সে খড়িঞ্চি গ্রামে নানাবাড়িতে থাকত। সম্প্রতি পাশের হেলাঞ্চি গ্রামের আনছার সরদারের ছেলে মনিরুলের সঙ্গে তার পরিচয় হয়। মাটির ব্যাবসার সুবাদে ওই গ্রামে যায় মনিরুল। মনিরুলের স্ত্রী ও এক কন্যা সন্তান থাকার পরও সে ওই তরুণীকে বিবাহের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে।সম্পর্কের সুত্রে বুধবার সন্ধ্যায় প্রতিবন্ধী ওই তরুণীর সঙ্গে দেখা করতে যায় মনিরুল। মনিরুল তাকে ডেকে বাড়ির পাশে মাঠে নিয়ে যায়। সেখানে থেকে ফেরার পথে বিষয়টি দেখে ফেলে খড়িঞ্চি গ্রামের ইসাহাকের ছেলে আবুজার, মৃত কামাল হোসেনের ছেলে সোহাগ ও মৃত খোরশেদের ছেলে হাফিজুরসহ দুই-তিন যুবক। পরে তারা জোর করে ভিকটিমকে মাঠে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এসময় তারা মেয়েটির পরনের জামাকাপড় ছিড়ে ফেলে। পরে তরুণীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে আবুজারসহ তার সাঙ্গপাঙ্গরা পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, বিষয়টি চাপা দিতে বৃহস্পতিবার দিনভর আসামীরা দেনদরবার করে। কিন্তু ঘটনাটি এলাকায় জানাজানি হলে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে শুক্রবার সকালে খেদাপাড়া ক্যাম্প পুলিশ মেয়েটির বাড়িতে যায়। তখন পুলিশের কাছে ঘটনার পূর্ণ বর্ণনা দেয় ভিকটিম ওই তরুণী।মণিরামপুর থানায় ‘ প্রতিবন্ধী নারী ধর্ষণের ঘটনায় চার জনের নামে মামলা হয়েছে। পুলিশ আসামী গ্রেফতারে তৎপর রয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/২৫ ডিসেম্বর ২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর