মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ বর্তমান পরিস্থিতি ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।সম্মিলিত সামাজিক আন্দোলন মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে স্থানীয় ফায়ার এন্ড চাইনিজ রেস্টুরেন্টে ২৫
ডিসেম্বর বিকাল ৩ঘটিকায় সম্মিলিত সামাজিক আন্দোলন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক জনাব বকসি ইকবাল আহমদের সভাপতিত্বে ,সৈয়দ ছায়েদ আহমদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সালেহ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর মাওলানা মুফজ্জল হোসেন ডিগ্রী কলেজের প্রিন্সিপাল জনাব মোঃ ইকবাল ও বাংলাদেশ মানবাধিকার সংস্থা মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এড. বাবু কিশোরী পদদেব শ্যামল।দৈনিক খবর পত্রের জেলা প্রতিনিধি শ.ই.সরকার জবলু বক্তব্যে ৪৭ বছরও আজ আমরা পরাধীন রয়ে গেছি উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করে বলেন ৩০ডিসেম্বর আমরা কোন প্রকার ভয়প্রীতি ছাড়া নিরাপত্তায় আমরা আমাদের অধিকার ভোট আসলেই কি দিতে পারবে।দি এশিয়ান এইজের জেলা প্রতিনিধি আতাউর রহমান তার বক্তব্যে বলেন ৩০ডিসেম্বরের নির্বাচন একটি প্রহসনের নির্বাচন। এটি কোন নির্বাচন নয় সাধারণ জনগণের ভোটাধিকার নিয়ে খেলা করা ছাড়া আর কোন কিছু নয়।বক্তব্য রাখেন মানবাধিকার কমিশন মৌলভীবাজার জেলা শাখার সহসভাপতি পেপেতি রঞ্জন দে, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এড. নুরুল ইসলাম সেফুল তার বক্তব্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা যেন সঠিক ভাবে ভোট প্রয়োগ করতে পারি। আমাদের ভোট যেন চুরি না হয় এবং নিরাপত্তার সাথে ভোট কেন্দ্রে যেতে পারি। নির্বাচন কমিশন যেন সুষ্ঠু ভাবে নির্বাচন পালন করে। ইতিহাসে যেন কমিশনকে ন্যাক্ষারজনক বলে উল্লেখ করতে না পারে।সম্মিলিত সামাজিক আন্দোলন মৌলভীবাজার জেলা শাখার সহসভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, দেশ পক্ষের সম্পাদক মৌসুফ এ চৌধুরী উনার সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত বক্তাদের সাহসী বক্তব্য তুলে ধরার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। অনলাইন জয়যাত্রা টিভির তরুন নারী সাংবাদিক কাকন তার বক্তব্যে সকলকে নিজের ভোট নিজে চিন্তাভাবনা করে যোগ্য ব্যক্তিকে ভোট দিতে পারি।সম্মিলিত সামাজিক আন্দোলন মৌলভীবাজার জেলা শাখার সহসভাপতি বিষণ জিৎ ভোষন, এড.হাফিজ আব্দুল আলীম, তপন দত্ত সদস্য সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখা। এছাড়া আরো বক্তব্য রাখেন মাহমুদুর রহমান,চৌধুরী মোহাম্মদ মেরাজ,লেখক শ্রী প্রশন্ন ভট্টাচার্য, মোঃ আব্দুল কুদ্দুস, এড ভূষনজিৎ চৌধুরী, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারসালেহ এলাহী কুটি।সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দল ওয়াহিদ বলেন দেশে এমন নেতা রয়েছে যে হাজার হাজার কোটি টাকা চুরি হয়ে গেলেও বলে রাভিশ, লাখো কোটি টাকা গেলেও বলে রাভিশ। এই সব নেতারা লুটেপুটে নিজে খাচ্ছে বিদেশেও পাচার করছে।আমরা এমন রাষ্ট্র চাই যে সরকার দলেও মুক্তিযুদ্ধের স্বপক্ষে শক্তি থাকবে বিরোধী দলেও মুক্তিযুদ্ধের শক্তি থাকবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপ্ত নিউজের সম্পাদক দুরুদ আহমদ, সাংবাদিক মেরাজ আলী, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার জেলা প্রতিনিধি ও ইউরো বাংলা ২৪ নিউজ.কমের ব্যুরো চীফ মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, মামুনুর রহমান চৌধুরী মসু, শিশু সাংবাদিক গোলাম কিবরিয়া প্রমূখ।
প্রাইভেট ডিটেকটিভ/২৫ ডিসেম্বর ২০১৮/ইকবাল