জুলফিকুর রহমান সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা সম্মিলিত শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকালে সরিষাবাড়ী আর ডি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে এর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ১৪১ জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের আওয়ামীগের মনোনীত নৌকার প্রার্থী আলহাজ ডাঃ মুরাদ হাসান। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশীদ। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের উপদপ্তর সম্পাদক এডভোকেট জহুরুল ইসলাম মানিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেগম জহুরা লতিফ, সরিষাবাড়ী অনার্স কলেজের অধ্যক্ষ সরোয়ার জাহান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মনির উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান, সহসভাপতি ও পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন, শিক্ষক ইসমাইল হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাইফুর রহমান বাছেদ প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সাইফুর রহমান বাছেদ। সমাবেশে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রাইভেট ডিটেকটিভ/২৫ ডিসেম্বর ২০১৮/ইকবাল