সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতাঃ
জামালপুরের সরিষাবাড়ীতে গত ২৪ ডিসেম্বর উপজেলা বিএনপি কার্যালয়ে দূর্বৃত্তদের
সন্ত্রাসী হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নি সংযোগ এবং আরামনগর বাজারে সাধারণ ব্যাবসায়ীদের উপর হামলা, দোকানপাট ভাংচুর, লুটপাট ও মটর সাইকেল পোড়ানোসহ শিক্ষকের উপর নগ্ন হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলাবার (২৫ ডিসেম্বর) দুপুরে আরামনগর বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরিষাবাড়ী উপজেলা শাখার অঙ্গ ও সহযোগী সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে আয়োজিত সমাবেশে উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ আজিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক অধ্যাপক হারুন অর রশীদ, দপ্তর সম্পাদক খায়রুল আলম শ্যামল, সদস্য লাবি উদ্দিন, উপজেলা যুব দলের সাধারন সম্পাদক রবিউল ইসলাম, বেলজিয়াম বিএনপি শাখার সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন সেলিম, সাবেক ভিপি শহীদুল্লাহ, উপজেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম চয়ন, যুগ্ম সম্পাদক মাসুম মিয়া প্রমুখ। মানববন্ধনে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও আরামনগর বাজারের সাধারণ ব্যবসায়ীরা অংশ নেন।
প্রাইভেট ডিটেকটিভ/২৫ ডিসেম্বর ২০১৮/ইকবাল