মোঃ আরিফুল ইসলাম সুজন কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম-৩ আসন থেকে জাপা’ প্রার্থী ডা: আক্কাছ আলী সরকার এম.পি নির্বাচন থেকে সরে দাড়িয়ে আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক এম.এ মতিনকে সমর্থন জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় উলিপুর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আওয়ামীলীগ আয়োজিত নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষানা দেন। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রেীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাবেক সভাপতি মাহমুদ হোসেন রিপন, জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মনজু মন্ডল, সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মো: জাফর আলী এবং কুড়িগ্রাম-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক এমএ মতিন প্রমুখ।নির্বাচনী জনসভায় প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি জাপা প্রার্থী ডা: আক্কাছ আলী সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকাইকে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। অন্যথায় দেশ আগুন সন্ত্রাসীদের হাতে জিম্মি হয়ে পড়বে।তিনি সরকারের চলমান উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন দেশ উন্নয়নের মহাসড়কে হাঁটছে। দারিদ্রতা ঘুচে গেছে। আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় আসলে বাংলাদেশ উন্নত দেশে পরিনত হবে। এর আগে কুড়িগ্রাম-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক এমএ মতিনের বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি বক্তব্য রাখেন।
প্রাইভেট ডিটেকটিভ/২৫ ডিসেম্বর ২০১৮/ইকবাল