বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ঐক্যফ্রন্ট মনোনিত

প্রার্থী দিলদার হোসেন সেলিম বলেছেন দখলদার বাহীনির হাত থেকে দেশকে উদ্ধার করতে ৩০ডিসেম্বর ধানের শীষে ভোটদিন। বাংলার রাখাল রাজা শহিদ জিয়া

বাকশালীদের হাত থেকে গনতন্ত্র উদ্ধার করেছিলেন, এবারধানের শীষের বিজয়ের মধ্যদিয়ে গনতন্ত্র পুনরুদ্ধার হবে ইনশাহআল্লাহ। দেশের মমানুষ আজ ঐক্যবদ্ধ, কোন অপশক্তি বিজয় ঠেকাতে পারবেনা। তিনি ধানের শীষে ভোট দেওয়ারআহবান জানান।তিনি গতকাল সোমবার বিকেলে উপজেলা ফতহপুর বাজার ও আলীরগাও ইউনিয়নের কোওরবাজার এবং হাজরাই গ্রামে পৃথক পথ সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন। ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল গনি বতাইর সভাপতিত্বে এসকল অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, গোয়াইনঘাট উপজেলা বিএনপি’র সভাপতি হাজি ওসমান গনি, জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান লুৎফুল হক খোকন, জেলা জামায়াতে ইসলামির নেতা সাইদুর রহমান, উপজেলা বিএনপির সেক্রটারী ভাইস চেয়ারম্যান শাহপরান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনর সভাপতি আনোয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন, লুৎফুর রহমার, হাজি খলিক,সিলেট জেলা জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক গোলাম আম্বিয়া কয়েছ, কামরুল আহমদ শেরগুল,, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাজকুর পাবেল, স্বেচ্ছা-সেবকদল নেতাএখলাছুর রহমান, বিএনপিনেতা খলিল, কাশেম, জলিল,সুলেমান, জামায়াত নেতামোহাম্মদ আলী, মোশারফ, নজরুল, জমিয়ত নেতা আবু তালহা তুফায়েল ও কাওছার আমিন শিকদার, ছাত্রদল নেতা মনোয়ার হোসেন সাজু, রুবেল রানা প্রমুখ। অনুষ্টান শেষে সাবেক এমপি সেলিম কারাঘারে অন্তরীণ ইউনিয়ন বিএনপির সেক্রটারী এবাদুর রহমান’র বাড়ীতেগিয়ে স্বজনদের শান্তনা দেন।