June 22, 2025, 1:41 am

সংবাদ শিরোনাম
নরসিংপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেনো নিজেই রোগী চৌহালী উপজেলা স্বার্থ সংরক্ষণ পরিষদ এর পক্ষ থকে ৫ দফা দাবিতে স্বারক লিপি প্রদান জামায়াতের লক্ষ্য ইসলাম কায়েম –সহকারী সেক্রেটারী আব্দুল হালিম বেনাপোলে বিজিবি ৯লাখ ২০ হাজার টাকার জালনোট সহ ১জনকে আটক করেছে ক্ষেতলালে দীঘির পাড়া মহল্লায় সম্পত্তি দখলের অভিযোগ, তদন্তে ভূমি অফিস উখিয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রথম ও দ্বিতীয় রাউন্ডের বির্তক প্রতিযোগিতা ৪ মাদক মামলার আসামী বিএনপির সেক্রেটারী! সেনাবাহিনীর অভিযানে লামায় অস্ত্র সরঞ্জামসহ আটক ৯ বামনায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছেন অফিসার ইনচার্জ হারুন অর রশীদ হাওলাদার উদীচীর অসমাপ্ত কাউন্সিল সম্পন্ন প্রতিনিধিদের ভোটে বদিউর সভাপতি, অমিত সাধারণ সম্পাদক নির্বাচিত

শুধু ৩০ ডিসেম্বর ধানের শীষের পাহারা দাও আমি ৫বছর তোমাদের পাহারা দেবো – দিলদার সেলিম

গোয়াইনঘাট প্রতিনিধি :
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ঐক্যফ্রন্ট মনোনিত প্রার্থী দিলদার হোসেন সেলিম বলেছেন দখলদার বাহীনির হাত থেকে দেশকে উদ্ধার করতে ৩০ডিসেম্বর ধানের শীষে ভোটদিন। বাংলার রাখাল রাজা শহিদ জিয়া বাকশালীদের হাত থেকে গনতন্ত্র উদ্ধার করেছিলেন, এবারধানের শীষের বিজয়ের মধ্যদিয়ে গনতন্ত্র পুনরুদ্ধার হবে ইনশাহআল্লাহ। দেশের মমানুষ আজ ঐক্যবদ্ধ, কোন অপশক্তি বিজয় ঠেকাতে পারবেনা। তিনি ধানের শীষে ভোট দেওয়ারআহবান জানান।তিনি গতকাল সোমবার বিকেলে উপজেলা ফতহপুর বাজার ও আলীরগাও ইউনিয়নের কোওরবাজার এবং হাজরাই গ্রামে পৃথক পথ সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন। ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল গনি বতাইর সভাপতিত্বে এসকল অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, গোয়াইনঘাট উপজেলা বিএনপি’র সভাপতি হাজি ওসমান গনি, জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান লুৎফুল হক খোকন, জেলা জামায়াতে ইসলামির নেতা সাইদুর রহমান, উপজেলা বিএনপির সেক্রটারী ভাইস চেয়ারম্যান শাহপরান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনর সভাপতি আনোয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন, লুৎফুর রহমার, হাজি খলিক,সিলেট জেলা জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক গোলাম আম্বিয়া কয়েছ, কামরুল আহমদ শেরগুল,, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাজকুর পাবেল, স্বেচ্ছা-সেবকদল নেতাএখলাছুর রহমান, বিএনপিনেতা খলিল, কাশেম, জলিল,সুলেমান, জামায়াত নেতামোহাম্মদ আলী, মোশারফ, নজরুল, জমিয়ত নেতা আবু তালহা তুফায়েল ও কাওছার আমিন শিকদার, ছাত্রদল নেতা মনোয়ার হোসেন সাজু, রুবেল রানা প্রমুখ। অনুষ্টান শেষে সাবেক এমপি সেলিম কারাঘারে অন্তরীণ ইউনিয়ন বিএনপির সেক্রটারী এবাদুর রহমান’র বাড়ীতেগিয়ে স্বজনদের শান্তনা দেন।
প্রাইভেট ডিটেকটিভ/২৫ ডিসেম্বর ২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর