June 24, 2025, 12:54 am

সংবাদ শিরোনাম
সুনামগঞ্জে সেনাবাহিনী-অস্ত্রধারীদের গোলাগুলি, ৪ জন আটক যশোরে মাদক মামলায় বেনাপোলের দু’জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ঢাকার কামরাঙ্গীচর যেন অনিয়মের দূর্গ সিরাজগঞ্জে কাব স্কাউটদের কাব কার্ণিভাল অনুষ্ঠিত বেনাপোল কাষ্টমস হাউজে ফের কলমবিরতি চলছে গাইবান্ধার সাদুল্লাপুরে প্রতিবেশীর ঝুঁকিপূর্ণ পুরনো ৬টি গাছের নিচে মৃত্যু ঝুঁকিতে সাংবাদিক পরিবারের বসবাস, আতঙ্কে ব্যবসায়ীরা! ইউএনও’র তদন্ত ‘দায়সারা’ ভারতীয় পন্যসহ ৩ জনকে আটক করেছে শেরপুর ফাঁড়ি পুলিশ ভারতে যাওয়ার পথে বেনাপোলে আটক “তারাগঞ্জ উপজেলা চেয়ারম্যান” আনিছুর রহমান গৌরনদীতে ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজে পারাপার এলাকাবাসী ও বিদ্যালয়মুখী মানুষের চরম দুর্ভোগ বামনায় নবগঠিত গভনিং বডির অভিষেক অনুষ্ঠান

এবার নির্বাচিত করুন ইমরানকে যদি মন্ত্রী হিসেবে দেখতে চান – গোয়াইনঘাটে কামরান

গোয়াইনঘাট প্রতিনিধি :
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেকমেয়র বদর উদ্দিন আহমদকামরান বলেছেন, সিলেট-৪ আসনের মানুষ বঙ্গবন্ধুর নৌকাকে ভালবেসে ইমরান আহমদকে পাঁচবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন।সমাবেশস্থলে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, সেই বিজয়ের ধারা অব্যাহত রেখে এবারের নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে ইমরান আহমদকে পুণরায় বিজয়ী করলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদেরকে মন্ত্রীত্ব উপহার দিবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।সোমবার (২৪ ডিসেম্বর) বিকেলে গোয়াইনঘাট উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে আওয়ামীলীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি কথাগুলো বলেন।জনসভায় সিলেট-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইমরান আহমদ বলেন, নৌকা মার্কার বিজয় নিশ্চিত জেনে বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতারা এখন দিশেহারা হয়ে পড়েছে। নৌকার গণজোয়র দেখে আওয়ামী লীগের বিজয় ঠেকাতে তারা এখন দেশি-বিদেশি নানা ষড়যন্ত্রে লিপ্ত।তারেক রহমানকে উদ্যেশ্য করে ইমরান বলেন, নানা অপকর্মের দায়ে একাধিক মামলায় ফেরারি আসামী হয়ে লন্ডন বসে নির্বাচন বানচালের জন্য বিভিন্ন নীল নকশা তৈরি করার অপচেষ্টা করছে। তাই এ দেশের শান্তি প্রিয় সাধারণ মানুষ সকল নীল নকশার বিপক্ষে অবস্থান নিয়ে আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা র্মাকায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে পুণরায় নির্বাচিত করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইব্রাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলালের পরিচালনায় জনসভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার।সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন- যুক্তরাষ্ট্রআওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান লেবু, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল হক, প্রবাসী আওয়ামী লীগ নেতা গোলাপ মিয়া, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমেদ, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, কোম্পাণীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালা, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ নেতা সুভাষ চন্দ্র পাল ছানা, ইসমাইল আলী মাষ্টার, মো. আসলম, সামছুল আলম, ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, আমিনুর রহমান চৌধুরী, আব্দুস সালাম, উপজেলা যুবলীগের আহ্বয়ক ফারুক আহমদ, যুগ্ম আহ্বায়ক সাহাব উদ্দিন, আহমেদ মুস্তাকিন, নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া রাসেল, শ্রমিকলীগ সভাপতি মাসুক আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুল, সিলেটমহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল বাসিত রুমান, জেলা ছাত্র লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এম নিজাম উদ্দিন প্রমুখ।
প্রাইভেট ডিটেকটিভ/২৫ ডিসেম্বর ২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর