এম খাইরুল ইসলাম পলাশ,রাজাপুর(ঝালকাঠি)প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর উপজেলায় আওয়ামী লীগের একটি নির্বাচনী কার্যালয় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার গালুয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চারাখালি গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানায়, গতরাত আড়াইটার দিকে একদল দুর্বৃত্তরা নৌকার প্রতীকের এ নির্বাচনী কার্যালয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়। আগুনে টেলিভিশন, চেয়ার-টেবিলসহ আবসাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। নির্বাচনী প্রতিপক্ষরা এ অগ্নিসংযোগ করেছে বলে প্রাথমিক ভাবে ধারানা করা হচ্ছে। এদিকে একই রাতে একই উপজেলার বড়ইয়া ইউনিয়নের বড়ইয়া গ্রামে আওয়ামী লীগকর্মী আলমগীর হোসেনের ঘরেও দুর্বৃত্তরা অগ্নি সংযোগ করে পালিয়ে যায়। তবে সেখানে ক্ষয়ক্ষতি হওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনাতে পারেন ঘরের লোকজন। রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন মুঠোফোনে জানিয়েছে, এ ব্যপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।
ঝালকাঠি-১ আসনের এ নির্বাচনী এলাকায় মোট ৫ জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের বজলুল হক হারুন ও বিএনপির শাহজাহান ওমর মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
প্রাইভেট ডিটেকটিভ/২৫ ডিসেম্বর ২০১৮/ইকবাল