-
- রাজনীতি, সারাদেশে
- সিরাজগঞ্জ-২(সিরাজগঞ্জ সদর-কামারখন্দ) আসনের আওয়ামীলীগের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্নার পক্ষে ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামাতা খন্দকার মাশরুর হোসেন মিতু
- আপডেট সময় December, 25, 2018, 12:55 pm
- 314 বার পড়া হয়েছে
মোঃ আব্দুল্লাহ আল শামীম সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ-২(সিরাজগঞ্জ সদর-কামারখন্দ) আসনের আওয়ামীলীগের সংসদ সদস্য প্রার্থী
অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্নার পক্ষে ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামাতা খন্দকার মাশরুর হোসেন মিতু।গত শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানে সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি তার পক্ষে ভোট চান। অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না সিরাজগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী। তিনি খন্দকার মাশরুর হোসেন মিতুর ভগ্নিপতি।খন্দকার মাশরুর হোসেন মিতু বলেন, “যারা নির্বাচনী মাঠে আছে, যারা দেশের উন্নয়ন করেছে, দেশ যাদের কাছে নিরাপদ, আগামী নির্বাচনে তাদেরই ভোট দিতে হবে। দেশের অগ্রযাত্রায় স্বাধীনতার প্রতীক নৌকা ও শেখ হাসিনাই সে ক্ষেত্রে যোগ্য।“সিরাজগঞ্জের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্নাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানাচ্ছি।”তিনি বিএনপির সমালোচনা করে বলেন, “যারা এখনও ভোটের মাঠে নামেনি, ব্যানার-পোস্টার লাগায়নি, তারা কি নাশকতার মাধ্যমে ভোট নিতে চায়? সে কাজ এই বাংলাদেশে আর সম্ভব নয়। বাংলার মানুষ এখন অনেক সচেতন। ভোটের মাধ্যমেই তাদের প্রতিহত করবে। অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না ছাড়াও সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা ও সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব দানীউল হক দানী মোল্লা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রাইভেট ডিটেকটিভ/২৫ ডিসেম্বর ২০১৮/ইকবাল
এ জাতীয় আরো খবর