June 24, 2025, 1:03 am

সংবাদ শিরোনাম
সুনামগঞ্জে সেনাবাহিনী-অস্ত্রধারীদের গোলাগুলি, ৪ জন আটক যশোরে মাদক মামলায় বেনাপোলের দু’জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ঢাকার কামরাঙ্গীচর যেন অনিয়মের দূর্গ সিরাজগঞ্জে কাব স্কাউটদের কাব কার্ণিভাল অনুষ্ঠিত বেনাপোল কাষ্টমস হাউজে ফের কলমবিরতি চলছে গাইবান্ধার সাদুল্লাপুরে প্রতিবেশীর ঝুঁকিপূর্ণ পুরনো ৬টি গাছের নিচে মৃত্যু ঝুঁকিতে সাংবাদিক পরিবারের বসবাস, আতঙ্কে ব্যবসায়ীরা! ইউএনও’র তদন্ত ‘দায়সারা’ ভারতীয় পন্যসহ ৩ জনকে আটক করেছে শেরপুর ফাঁড়ি পুলিশ ভারতে যাওয়ার পথে বেনাপোলে আটক “তারাগঞ্জ উপজেলা চেয়ারম্যান” আনিছুর রহমান গৌরনদীতে ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজে পারাপার এলাকাবাসী ও বিদ্যালয়মুখী মানুষের চরম দুর্ভোগ বামনায় নবগঠিত গভনিং বডির অভিষেক অনুষ্ঠান

আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে ভোলা বোরহান উদ্দিন কুঞ্জেরহাট এ আওয়ামীলীগের পথ সভা

রাকিব হোসেন, ভোলা জেলা প্রতিনিধিঃ

একাদশ নির্বাচনকে ঘিরে ভোলা বোরহান উদ্দিন কুঞ্জেরহাটে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে পথ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধা ৬ টা থেকে সোমভাগ ইউনিয়নের সভাপতি ৪ নং কাচিয়া ইউনিয়ন এর চেয়ারম্যান আঃ রব কাজী ও মোঃ নুরুল আমিন নিরব মিয়ার সভাপতিত্বে এই পথ সভা অনুষ্ঠিত হয়। বক্তরা বলেন, আওয়ামীলীগ ছাড়া দেশের উন্নয়ন ধারা অব্যহত রাখা অসম্ভব। ফলে দেশের স্বার্থে আওয়ামীলীগ সরকারকে পুন:নির্বাচিত করার আহবান করেন। পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভোলা ২ আসনের এমপি আলহাজ্জ্ব আলী আজম মুকুল বলেন, বিগত দিনে এই বোরহান উদ্দিন ও দৌলতখানে যে উন্নয়ন ধারা ছিলো তা অনেকটাই এগিয়েছে । বিএনপির আমলে এই বোরহান উদ্দিন এর মানুষ শান্তিতে ঘুমাতে ও পারেনি এই বোরহান উদ্দিন ও দৌলুতখান এর মানুষ,কিছু কিছু জায়গায় মা ও বোনদের উপর শারীরিক নির্যাতনের শিকার ও হতে হয়েছে এই ভোলা ২ আসনের জনগণ। এমন কি আমার উপর ও আমার পরিবার অনেক অত্যাচার হতে হয়েছে। ঐসব স্বৈরাচার দের বয়ে আমি পালিয়ে থাকতে হয়েছে। আমি এমপি হওয়ার পর তো তাদের কোন ক্ষতি করি নি, তাদের সবসময় খেয়াল রেখেছি। সে আরো বলেন হাফিজ ইব্রাহীম সংবাদ সম্মেলন করে বলেন, আমি নাকি তাকে ঘর থেকে বের হতে দেই না, আমি তো তাকে এই রকম কিছুই করি নি। সে আরো বলে আমি মৃত্যুর পথ থেকে বেচে উঠেছি এই বোরহান উদ্দিন ও দৌলতখান এর জনগণের দোয়ায়, এবং আমার চাচা আলহাজ্জ্ব তোফায়েল আহম্মেদ এর দোয়ায় , তাই আগামী ৩০ তারিখে নৌকা মার্কায় আমাকে ভোট দিবেন, আমার মা ও নাই বাবাও নাই আপনারাই আমার সব আপনারা আমাকে নৌকা মার্কা উপহার দিবেন, আর আমি আপনাদের সুন্দর একটা গ্রামকে শহরে পরিনত করে দিবো, আপনাদের মধ্যে যদি কোন অসহায় লোক টাকার অভাবে চিকিৎসা করতে না পারে তাহলে আমাকে জানাবেন আমি ঢাকা নিয়ে তাদের চিকিৎসা করবো এবং কারো যদি মেয়ে টাকার অভাবে বিয়ে দিতে সমস্যা হয় , তাও আমাকে জানাবেন আমি তার বিয়েতে যা প্রয়োজন সব দিবো। এমপি আলী আজম মুকুল আরো উন্নয়ন মুলক অনেক কিছু বলেন। আরো উপস্থিত ছিলেন, এমপি মহোদয়ের আদরের ছেলে রায়হান আবীর(অমি), ৪ নং কাচিয়া ইউনিয়ন এর চেয়ারম্যান আঃ রব কাজী, জুলফিকার আলী তুহিন হাওলাদার, মোঃ নুরুল আমিন নিরব মিয়া,মুক্তি যুদ্ধা কমান্ডার মোঃ আহামুদুল্লা,টবগী ইউনিয়ন এর চেয়ারম্যান মোঃ কামরুল হাসান চৌধুরী, সাংবাদিক দ্বিন ইসলাম (রুবেল),ও কাচিয়া ছাত্র লীগের সভাপতি বাহালুল ইসলাম রাজিব হাওলাদার, সাংগঠনিক সম্পাদক রাসেল, সহ সাংগঠনিক সম্পাদক মাসফিকুর রহমান(শাওন) ও বিভিন্ন সাংবাদিক, ও অন্যান্য যুবলীগ ছাত্রলীগ ও আওয়ামীলীগের নেতৃ বিন্দুরা ও ৪ নং কাচিয়া ইউনিয়ন এর জনগণ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৫ ডিসেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর