October 6, 2024, 5:09 am

সংবাদ শিরোনাম
আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা! লক্ষ্মীপুরে কুমিরের আতঙ্কে এলাকাবাসী সাংবাদিক পুত্র আবির হোসেন অনন্ত’র জন্মদিন আজ বিল্লাল হুসাইন ক্ষমতা! নাকি আড়ালে ছিলো ভিন্ন কোনো উদ্দেশ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার?

তথ্যপ্রযুক্তি খাতে রপ্তানি ৮০ কোটি ডলারের কাছাকাছি: পলক

তথ্যপ্রযুক্তি খাতে রপ্তানি ৮০ কোটি ডলারের কাছাকাছি: পলক

ডিটেকটিভ নিউজ ডেস্ক                  

 

দেশের তথ্যপ্রযুক্তি খাতের রপ্তানি আয় ৮০ কোটি ডলারের কাছাকাছি পৌঁছে গেছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গতকাল বৃহস্পতিবার সফটওয়্যার টেকনোলজি পার্কে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা জানান। পলক বলেন, ২০০৯ সালে যখন শেখ হাসিনার সরকার যাত্রা শুরু করে, তখন আইটি এক্সপোর্ট ছিল মাত্র ২৬ মিলিয়ন ডলার। এখন তা বেড়ে হয়েছে ৮০০ মিলিয়ন ডলারের কাছাকাছি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বাংলাদেশ ব্যাংক, বেসিস, বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেস এবং আউট সোর্সিংয়ে যুক্ত প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে এ তথ্য পাওয়ার কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, আপনারা বুঝতে পারছেন, আমাদের এক্সপোর্ট গ্রোথ কত দ্রুত হতে যাচ্ছে। কী ধরনের নীতি সহায়তা দিলে এই সেক্টরে এক্সপোর্ট আরও উৎসাহিত হবে তা বুঝতে বাংলাদেশ ব্যাংক ও এনবিআরের সঙ্গে আমরা নিয়মিত বসছি। এ খাত থেকে দেশে তৈরি সফটওয়্যারসহ বিভিন্ন পণ্য ও সেবা যে পরিমাণে রপ্তানি হচ্ছে, তার প্রতিফলন রপ্তানি বিষয়ক প্রতিবেদনগুলোতে ঠিকভাবে আসছে না মন্তব্য করে পলক বলেন, এর কারণ খোঁজার চেষ্টা করছে মন্ত্রণালয়। উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, রপ্তানিকারকদের জন্য বাংলাদেশ ব্যাংকের একটি ফর্ম ছিল, যা এতই জটিল ছিল যে, কেউ আর তা পূরণ করত না। কয়েক মাস আগে সেই ফর্মে পরিবর্তন আনার পর ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। ফর্ম পরিবর্তনের পর অতিরিক্ত ৫০ মিলিয়ন ডলার লিগ্যাল চ্যানেলে এসেছে বলে দেখা যাচ্ছে। এক্সপোর্ট বাড়ানো এবং যা এক্সপোর্ট হচ্ছে তার প্রতিফলন যেন পাওয়া যায়, তা নিয়ে কাজ চলছে।ৃ লক্ষ্যমাত্রা অনুযায়ী আগামি ২০২১ সাল নাগাদ আমরা ৫ বিলিয়ন ডলার আয় করতে চাই। ‘আমদানিকারকের তকমা মুছে বাংলাদেশকে ‘রপ্তানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে জানিয়ে পলক বলেন, হার্ডওয়্যার সংযোজন ও উৎপাদনের জন্য প্রয়োজনীয় সব যন্ত্রাংশ ও কাঁচামালে শুল্ক ২৫ শতাংশ থেকে ১ শতাংশে নামিয়ে আনা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরীসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর