গাইবান্ধা- ৩ (সাদুল্যাপুর- পলাশবাড়ি) আসনের সাবেক সংসদ সদস্য ও ঐক্যফ্রন্টের

প্রার্থী ডক্টর টিআইএম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুতে আসন্ন ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসীল স্থগিত করে পুণ:তফসীল ঘোষণা করা হয়েছে। গত রবিবার রাতে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ ঘোষিত পুণ:তফসীল অনুযায়ী আগামী ২৭ জানুয়ারী এ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে মর্মে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় উল্লেখ করা হয়েছে আগামী ২ জানুয়ারী। এরআগে ২০ ডিসেম্বর ইসি সচিব বলেন, ডক্টর টিআইএম ফজলে রাব্বী চোধুরীর মৃত্যুতে আগামী ৩০ ডিসেম্বর এ আসনে ভোটগ্রহণ আইন অনুযায়ী স্থগিত করা হয়। পরে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পুণ:তফসীল ঘোষণা করেন। উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর দিনগত রাত ২টা ৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান পর পর ৬ বারের নির্বাচিত এমপি সাবেক মন্ত্রী ও ২০ দলীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ডক্টর ফজলে রাব্বী চৌধুরী।