ময়না-তে সুন্দরী রিমু রোজা
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
প্রয়াত জনপ্রিয় নায়িকা টিনার মেয়ে রিমু রোজা খন্দকার। যেহেতু মা ছিলেন সিনেমার নায়িকা, তাই রিমুও নিজেকে একজন অভিনেত্রী হিসেবেই গড়ে তুলেছেন। আগামি ২৬শে ডিসেম্বর থেকে রিমু নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। সিনেমার নাম ‘ময়না’। এটি নির্মাণ করবেন অরুণ চৌধুরী। এই সিনেমায় সুন্দরী নামের একজন পতিতার ভূমিকায় তাকে অভিনয় করতে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন রিমু নিজেই। তিনি বলেন, এর আগে অরুণ দাদার নির্দেশনায় ‘আলতাবানু’ সিনেমায় আমি অভিনয় করেছি। ছবিটিতে আমি যতটুকুই অভিনয় করেছি দর্শকরা তা পছন্দ করেছেন।
তাই দাদা আবারো তার সিনেমায় আমাকে কাজ করার সুযোগ করে দিলেন। আমি দাদার প্রতি কৃতজ্ঞ। আমি আশা করছি সুন্দরী চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে পারবো।