মোঃ নাজমুল ইসলাম, বরকল (রাঙ্গামাটি )প্রতিনিধিঃ
রাঙ্গামাটির বরকল উপজেলায় এরাবুনিয়াতে নৌকা মার্কার পোষ্টার ছেড়াকে কেন্দ্র করেএরাবুনিয়ার আওয়ামী কেন্দ্র পরিচালনা কমিটি এবং ভুষনছড়া ইউপি চেয়ারম্যানের এবংইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল তালুকদারসহ বিএনপির উপজেলা নেতৃবৃন্দেরসাথে কথা বলতে গেলে তারা তখন কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় পরক্ষণেএরাবুনিয়া আওয়ামী কেন্দ্র পরিচালনা কমিটির রাত্রীকালীন কমীসভায় যাওয়ার সময় সন্ধা৭.০০ দিগে রাস্তায় বিএনপির সন্ত্রাসীরা ধারালো অস্ত্রসহ আকস্মিকভাবে আক্রমন করে।এতেকরে আওয়ামী লীগের অনেক কর্মী আহত হন এরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগেরসাংগঠনিক সম্পাদক মো বাবর আলী,সাবেক ছাত্রলীগের বরকল উপজেলা সহ সভাপতি মোআরিফ সিকদার,সাবেক উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি মো শামসুল আলম,সাবেক উপজেলাছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী হাসান,বর্তমান উপজেলা ছাত্রলীগের সহ সভাপতিমো ফরিদ, ইউনিয়ন ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক মো আদনান গুরতর আহত হন।পরবর্তীতে তাদেরকে স্থানীয়ভাবে ডাক্তার এমদাদুল হক মিলনের দোকানে চিকিৎসা করানোহয়। এই কাজে যারা জড়িত ছিলো যানাযায় তারা হলেন বিএনপি’র সহ সভাপতি ছবুরতালুকদার,ভুষনছড়া বিএনপির ইউপি সাধারণ সম্পাদক মো মাহফুজার, যুবদলের উপজেলাসভাপতি মো মালেক যুবদল কর্মী রুহুল আমিন মেম্বার,কাওসার ,, ফারুখমোল্লা,সফিক,রফিকুল ইসলাম,মুরাদ,সোহাগ এবংছাত্রদলের উপজেলা সভাপতি লিটন,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুম,ছাত্রদল কর্মী রাজু।
প্রাইভেট ডিটেকটিভ/২৪ ডিসেম্বর ২০১৮/ইকবাল