সুন্দরগঞ্জ (গাইবান্ধা ) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে ৮ নাশকতা পরিকল্পনাকারীসহ মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, সোমবার ভোর থেকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এ- সার্কেল) আব্দুল আউয়াল’র তত্বাবধানে থানা অফিসার ইনচার্জ- এসএম আব্দুস সোবহান থানার অন্যান্য অফিসার ও বিশেষ ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এতে উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাচগাছি শান্তিরাম গ্রামের পলাতক আসামী মোঃ জুলহাসের বসতবাড়ির হাফ বিল্ডিং ঘরের ভিতর অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজসে নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকান্ড ঘটানোর জন্য গোপন বৈঠক ও ষড়যন্ত্র করার সময় এদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো ওই গ্রামের মৃত ডাঃ ফজলার রহমানের পুত্র জুলফিকার রহমান ওরফে জুয়েল (৫২), জুলহাসুর রহমানের পুত্র ফিজ্জুর রহমান(২০), মৃত আবু জাফর ব্যাপারীর পুত্র জাহেদুল ইসলাম(৪৫), বেলকা ইউনিয়নের মজিবুর রহমানের পুত্র শহিদুল ইসলাম(৩২), মৃত মঞ্জু মিয়ার পুত্র ছামছুল ইসলাম(৪১), মোজাহার আলীর পুত্র ইউনুছ আলী(২২), ধুবনী কঞ্চিবাড়ী গ্রামের মৃত মোজাম্মেলের পুত্র আবু তালেব ওরফে তালেব কাজী (৪৫), শান্তিরাম ইউপির ৭,৮,৯ নং ওয়ার্ডে সংরক্ষিত আসনের সদস্য ও পাঁচগাছি শান্তিরাম গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী পারভীন সুলতানা(৪০) এছাড়া মাদক সেবনের অভিযোগে রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ গ্রামের মৃত জয়নাল আবেদীনের পুত্র মশিউর (২৫) কে গ্রেফতার করেন। বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান জানান, এ ব্যাপারে থানায় সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা রুজু করে আসামীদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
প্রাইভেট ডিটেকটিভ/২৪ ডিসেম্বর ২০১৮/ইকবাল