মোশাররফ হোসেন শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুর-১ আসনে নৌকার ব্যাপক গণজোয়ার বইছে এবং লেগেছে নৌকার পালে হাওয়া। নৌকার বিজয় সুনিশ্চিত করতে শেরপুর-১ আসনে টানা ৪ বারের সংসদ সদস্য হুইপ বীরমুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে
৫ম বারের মত নৌকা প্রতীকে ভোট যুদ্ধে নেমেছেন। শেরপুর সদর উপজেলার গ্রামগঞ্জ চরাঞ্চলসহ শেরপুর পৌর সভার বিভিন্ন ওয়ার্ডে ভোট প্রার্থনা করে ব্যস্ত সময় পার করছেন হুইপ আতিউর রহমান আতিক। পৌষ মাসের প্রচন্ড ঠান্ডাকে উপক্ষো করে শেরপুর পৌর সভায় ২৩ ডিসেম্বর রোববার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নৌকা প্রতীকের প্রার্থী হুইপ বীরমুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক জেলা আওয়ামীলীগের নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে পৌর সভার ২নং ওয়ার্ড, ৩নং ওয়ার্ডের শেখহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন। এসময় শেখহাটি, কামারিয়া ও পাকুড়িয়াসহ বিভিন্ন স্থান থেকে আসা নারী-পুরুষ ভোটাদের সমাগম ঘটে। পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে শেখহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পথ সভার সমাবেশে হুইপ আতিক বলেন, শেরপুরের মানুষ উন্নয়নে বিশ্বাসী বিগত দিনে নৌকায় ভোট দিয়েছে শেরপুর বাসী। শেরপুরের সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো শেরপুর বাসীকে ঐক্যবদ্ধ হয়ে আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি। এর আগে রোববার সন্ধ্যায় শেরপুর শহরের খোয়ারপাড় মোড়ে এক বিশাল পথসভায় হুইপ আতিক জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকদের নিয়ে ভোট প্রার্থনা করেন। পরে পৌরসভার ২নং ওয়ার্ড নারায়ণপুর রশিদা বিডি ফ্যাক্টরী মোড়ে পথসভা করেন। এসময় উপস্থিত ভোটাররা নৌকা প্রতীকে ভোট দেয়ার অঙ্গীকার করেন। পথসভায় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনিছুর রহমান, উপ-প্রচার সম্পাদক মোঃ বেলায়ের হোসেন, শহর আওয়ামীলীগের সভাপতি এড. আবুল কাশেম, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এসএম মুছা, সাধারণ সম্পাদক তাপস দে ডালিমসহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রাইভেট ডিটেকটিভ/২৪ ডিসেম্বর ২০১৮/ইকবাল